মৃত্যুকে জয় করেছেন ভ্লাদিমির পুতিন? রুশ প্রেসিডেন্টের ‘অমরত্ব’ প্রাপ্তির জল্পনায় দুনিয়া জুড়ে শুরু হয়েছে তুমুল হইচই! বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রকাশ্যে মুখ খুলেছেন ক্রেমলিনের সর্বময় কর্তা। সেখানে অবশ্য ‘যৌবন ধরে রাখার’ রহস্য ফাঁস করতে শোনা গিয়েছে তাঁকে। ব্যাখ্যা করছেন অঙ্গ প্রতিস্থাপনের সুফল। পাশাপাশি, সরাসরি ‘অমর’ শব্দটিও উচ্চারণ করেন তিনি। তবে রুশ প্রেসিডেন্ট মৃত্যুকে পুরোপুরি ফাঁকি দিতে পেরেছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে।
চলতি বছরের ৩ সেপ্টেম্বর ‘বিজয় দিবস’ উপলক্ষে বেজিঙের তিয়েনআনমেন স্কোয়্যারে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করে চিনের ‘পিপল্স লিবারেশন আর্মি’ (পিএলএ)। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে একগুচ্ছ রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন পুতিনও। সেখানে ড্রাগন প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে তাঁর সংশ্লিষ্ট কথোপকথনের অনুবাদ মাইক্রোফোনে ধরা পড়ে, যা থেকে জন্ম হয় ‘অমরত্ব’ সংক্রান্ত প্রশ্নের। পরে গণমাধ্যমের সামনে এসে এর ব্যাখ্যা দেন স্বয়ং পুতিন।