মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-যুদ্ধকে কেন্দ্র করে ভারত-আমেরিকার মধ্যে চড়ছে পারদ। এই আবহে রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটনের কাজকর্মকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর ওই মন্তব্যের পর পাল্টা সুর চড়ান ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। ফলে দু’তরফে ‘কৌশলগত অংশীদারি’ সম্পর্কে ফাটল যে ক্রমশ চওড়া হচ্ছে, তা বলাই বাহুল্য।
তিন দিনের মস্কো সফরে গিয়ে গত ২১ অগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন জয়শঙ্কর। এ ছাড়া রুশ বিদেশমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গেও বৈঠক হয় তাঁর। পরে যৌথ সাংবাদিক বৈঠকে ক্রেমলিনের তেল আমদানির ব্যাখ্যা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করতে শোনা যায় বিদেশমন্ত্রীকে। ঠিক তখনই তিনি বলেন, ‘‘মার্কিন পররাষ্ট্র নীতির কোনও মাথামুন্ডু নেই।’’