রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর’কে কেন্দ্র করে উঠেছে সমালোচনার ঝড়। সংশ্লিষ্ট চলচ্চিত্রটিকে ‘মিথ্যা প্রচারমূলক’ বলে উল্লেখ করে পরিচালক আদিত্য ধরের বিরুদ্ধে তোপ দেগেছে সুশীল সমাজের একাংশ। তাতে অবশ্য স্পাই-থ্রিলারটির জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বক্স অফিসের সাফল্য যখন উপচে পড়ছে, ঠিক তখনই উপসাগরীয় দেশগুলির থেকে বড় ধাক্কা খেল ‘ধুরন্ধর’। সৌদি আরব-সহ সেখানকার মোট ছ’টি দেশে নিষিদ্ধ হয়েছে এই বলিউডি ছায়াছবি।
পশ্চিম এশিয়ার ছ’টি আরব দেশকে নিয়ে গড়ে উঠেছে ‘উপসাগরীয় সহযোগিতা পরিষদ’ বা জিসিসি (গাল্ফ কো-অপারেশন কাউন্সিল)। সংশ্লিষ্ট সংগঠনটির সদস্যপদ রয়েছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির। রিয়াধকে জিসিসির অবিসংবাদিত নেতা বলা যেতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই গোষ্ঠীর সমস্ত দেশেই নিষিদ্ধ হয়েছে ‘ধুরন্ধর’। ফলে সেখান থেকে মোটা অঙ্কের আর্থিক মুনাফার রাস্তা যে বন্ধ হল, তা বলাই বাহুল্য।