Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Cricket

দলে ময়াঙ্ক, হতে পারে আরও পরিবর্তন, দেখুন বক্সিং ডে টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

বুধবার শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। প্রথম টেস্টে জিতলেও, দ্বিতীয় টেস্টে মুখ থুবরে পড়ে টিম কোহালি। সমালোচনা হয় দল নির্বাচন নিয়েও। ধারাবাহিক ভাবে ব্যর্থ দলের দুই ওপেনার। তৃতীয় টেস্টের আগে কিছু পরিবর্তন কার্যত নিশ্চিত। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৬
Share: Save:
০১ ১২
বুধবার শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। প্রথম টেস্টে জিতলেও, দ্বিতীয় টেস্টে মুখ থুবরে পড়ে টিম কোহালি। সমালোচনা হয় দল নির্বাচন নিয়েও। ধারাবাহিক ভাবে ব্যর্থ দলের দুই ওপেনার। তৃতীয় টেস্টের আগে কিছু পরিবর্তন কার্যত নিশ্চিত। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।

বুধবার শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। প্রথম টেস্টে জিতলেও, দ্বিতীয় টেস্টে মুখ থুবরে পড়ে টিম কোহালি। সমালোচনা হয় দল নির্বাচন নিয়েও। ধারাবাহিক ভাবে ব্যর্থ দলের দুই ওপেনার। তৃতীয় টেস্টের আগে কিছু পরিবর্তন কার্যত নিশ্চিত। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।

০২ ১২
ময়াঙ্ক অগ্রবাল: পৃথ্বী শয়ের চোট, রাহুল-মুরলিদের ব্যর্থতায় কারণে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মেলবোর্নে জীবনের প্রথম টেস্ট খেলতে চলেছেন ঘরের মাঠে প্রচুর রান করা ২৭ বছরের এই ডানহাতি।

ময়াঙ্ক অগ্রবাল: পৃথ্বী শয়ের চোট, রাহুল-মুরলিদের ব্যর্থতায় কারণে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মেলবোর্নে জীবনের প্রথম টেস্ট খেলতে চলেছেন ঘরের মাঠে প্রচুর রান করা ২৭ বছরের এই ডানহাতি।

০৩ ১২
লোকেশ রাহুল: বিরাট কোহালি এবং রবি শাস্ত্রীর সব থেকে বড় মাথা ব্যথার কারণ দুই ওপেনারের ধারাবাহিক ব্যর্থতা। প্রথম দুই টেস্ট মিলিয়ে রাহুলের মোট রান ৪৮। তবে, হয়তো তৃতীয় টেস্টে সুযোগ মিলতে পারে।

লোকেশ রাহুল: বিরাট কোহালি এবং রবি শাস্ত্রীর সব থেকে বড় মাথা ব্যথার কারণ দুই ওপেনারের ধারাবাহিক ব্যর্থতা। প্রথম দুই টেস্ট মিলিয়ে রাহুলের মোট রান ৪৮। তবে, হয়তো তৃতীয় টেস্টে সুযোগ মিলতে পারে।

০৪ ১২
চেতেশ্বর পূজারা: প্রথম টেস্টে অসাধারণ শতরান করেলেও, দ্বিতীয় টেস্টে তেমন দাগ কাটতে পারেননি। মেলবোর্নে পূজারার উপরে অনেক ভরসা বিরাটের।

চেতেশ্বর পূজারা: প্রথম টেস্টে অসাধারণ শতরান করেলেও, দ্বিতীয় টেস্টে তেমন দাগ কাটতে পারেননি। মেলবোর্নে পূজারার উপরে অনেক ভরসা বিরাটের।

০৫ ১২
বিরাট কোহালি: দ্বিতীয় টেস্টে কোহালির অসাধারণ শতরান নিয়ে আলোচনা চলবে বহু দিন। সন্দেহ নেই অধিনায়ক কোহালিই ফের এই টেস্টে ভারতের বড় ভরসা।

বিরাট কোহালি: দ্বিতীয় টেস্টে কোহালির অসাধারণ শতরান নিয়ে আলোচনা চলবে বহু দিন। সন্দেহ নেই অধিনায়ক কোহালিই ফের এই টেস্টে ভারতের বড় ভরসা।

০৬ ১২
অজিঙ্ক রাহানে: পার্‌থে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বেশ কিছু দিন রানের বাইরে থেকে থাকলেও তাঁর ৫১ রানের লড়াকু ইনিংস প্রশংসা পেয়েছে সকলের।

অজিঙ্ক রাহানে: পার্‌থে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বেশ কিছু দিন রানের বাইরে থেকে থাকলেও তাঁর ৫১ রানের লড়াকু ইনিংস প্রশংসা পেয়েছে সকলের।

০৭ ১২
হনুমা বিহারি: রোহিত শর্মা না হনুমা বিহারি। রীতিমতো দোলাচলে টিম ম্যানেজমেন্ট। কেউই বিশেষ কিছু রান করতে পারেননি। তবে, রোহিতের থেকে কিছুটা এগিয়ে হনুমা। প্রয়োজনে বলও করতে পারেন। আগের টেস্টে বোলার হনুমা দলের পক্ষে কার্যকর হয়ে উঠেছিলেন।

হনুমা বিহারি: রোহিত শর্মা না হনুমা বিহারি। রীতিমতো দোলাচলে টিম ম্যানেজমেন্ট। কেউই বিশেষ কিছু রান করতে পারেননি। তবে, রোহিতের থেকে কিছুটা এগিয়ে হনুমা। প্রয়োজনে বলও করতে পারেন। আগের টেস্টে বোলার হনুমা দলের পক্ষে কার্যকর হয়ে উঠেছিলেন।

০৮ ১২
রবীন্দ্র জাডেজা: অশ্বিনের চোটের কারণে সুযোগ মিলতে পারে। আগের ম্যাচে কোনও স্পিনার না খেলানোয় সমালোচনার মুখে পড়েছিলেন বিরাটরা। চোট সারিয়ে তৃতীয় টেস্টে দলে আসার সম্ভাবনা উজ্জ্বল জাডেজার।

রবীন্দ্র জাডেজা: অশ্বিনের চোটের কারণে সুযোগ মিলতে পারে। আগের ম্যাচে কোনও স্পিনার না খেলানোয় সমালোচনার মুখে পড়েছিলেন বিরাটরা। চোট সারিয়ে তৃতীয় টেস্টে দলে আসার সম্ভাবনা উজ্জ্বল জাডেজার।

০৯ ১২
ঋষভ পন্থ: উইকেটরক্ষক হিসেবে নজর কাড়লেও, ব্যাট হাতে এখনও তেমন আসাধারণ কিছু করতে পারেননি। তবে দল থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

ঋষভ পন্থ: উইকেটরক্ষক হিসেবে নজর কাড়লেও, ব্যাট হাতে এখনও তেমন আসাধারণ কিছু করতে পারেননি। তবে দল থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

১০ ১২
মহম্মদ শামি: দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংস— মহম্মদ শামির বিধ্বংসী স্পেলের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিলেন টিম পেইনরা। মেলবোর্নে শামির এমনই স্পেলের আশায় থাকবেন কোহালিরা।

মহম্মদ শামি: দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংস— মহম্মদ শামির বিধ্বংসী স্পেলের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিলেন টিম পেইনরা। মেলবোর্নে শামির এমনই স্পেলের আশায় থাকবেন কোহালিরা।

১১ ১২
ইশান্ত শর্মা: অসাধারণ ফর্মে রয়েছেন ভারতীয় দলের তিন সিমার। প্রাথমিক ধাক্কা বা নতুন বলে বিপক্ষের কাছে ত্রাস হয়ে ওঠার ক্ষেত্রে ইশান্ত অন্যতম।

ইশান্ত শর্মা: অসাধারণ ফর্মে রয়েছেন ভারতীয় দলের তিন সিমার। প্রাথমিক ধাক্কা বা নতুন বলে বিপক্ষের কাছে ত্রাস হয়ে ওঠার ক্ষেত্রে ইশান্ত অন্যতম।

১২ ১২
জসপ্রীত বুমরা: দ্বিতীয় টেস্টে ৫ এবং প্রথম টেস্টে ৬ উইকেট। পরিসংখ্যানই বলে দেবে চমৎকার ফর্মে রয়েছেন বুমরা। মেলবোর্নেও বুমরা ম্যাজিক বজায় থাকবে, আশা করা যায়।

জসপ্রীত বুমরা: দ্বিতীয় টেস্টে ৫ এবং প্রথম টেস্টে ৬ উইকেট। পরিসংখ্যানই বলে দেবে চমৎকার ফর্মে রয়েছেন বুমরা। মেলবোর্নেও বুমরা ম্যাজিক বজায় থাকবে, আশা করা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE