ফের ইহুদিদের উৎসবে বন্দুকবাজের হামলা। রক্তাক্ত অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকত। এক আততায়ী-সহ নিহতের সংখ্যা ইতিমধ্যেই ১৬ ছাড়িয়ে গিয়েছে। গুলিবিদ্ধ অনেকেই হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গোটা ঘটনাটিকে ‘শয়তানের কাজ’ বলে বিবৃতি দিয়েছেন অসি প্রধানমন্ত্রী অ্যান্টোনিও অ্যালবানিজ়। কিন্তু কী কারণে ক্যাঙারু রাষ্ট্রে বসবাসকারী ইহুদিদের নিশানা করল দুই বন্দুকবাজ? এই নিয়ে প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে স্থানীয় পুলিশ।
তদন্তকারীদের দাবি, ইহুদি ধর্মের প্রতি প্রবল ঘৃণা থেকে এই হামলা চালিয়েছে দুই বন্দুকবাজ। আততায়ীরা আবার সম্পর্কে পিতা-পুত্র হওয়ায় পারিবারিক ভাবে তাঁদের মধ্যে ইহুদি বিদ্বেষের বিষ ছড়িয়ে পড়ে বলে মনে করছে অসি পুলিস। এই ঘটনার নেপথ্যে ইসলামি কট্টরপন্থীদের কতটা হাত রয়েছে, তাও খতিয়ে দেখছেন তাঁরা। তবে সমুদ্রসৈকতে গণহত্যার মাধ্যমে আততায়ীরা ইহুদি রাষ্ট্র ইজ়রায়েলকে বার্তা দিতে চেয়েছেন বলেও তদন্তে উঠে এসেছে।