Advertisement
২৬ এপ্রিল ২০২৪
IPL 2019

আইপিএলে মোট রানের তালিকায় কোহালি, গেইল নয়, এক নম্বরে কে জানলে চমকে যাবেন

১১ বছর পেরিয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। শনিবার শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ সংস্করণ। এতগুলো বছরে বাইশ গজ সাক্ষী অজস্র রেকর্ডের। সর্বোচ্চ রান থেকে সর্বাধিক উইকেট

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ১০:৪৪
Share: Save:
০১ ১১
১১ বছর পেরিয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। শনিবার শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ সংস্করণ। এতগুলো বছরে বাইশ গজ সাক্ষী অজস্র রেকর্ডের। সর্বোচ্চ রান থেকে সর্বাধিক উইকেট। ছক্কার বিচারে কে এগিয়ে, কার রানের পরিসংখ্যান কত, সব পরিসংখ্যানই চমকে দেওয়ার মতো। সর্বোচ্চ রানের তালিকায় প্রথম দশে কারা রয়েছেন দেখা যাক।

১১ বছর পেরিয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। শনিবার শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ সংস্করণ। এতগুলো বছরে বাইশ গজ সাক্ষী অজস্র রেকর্ডের। সর্বোচ্চ রান থেকে সর্বাধিক উইকেট। ছক্কার বিচারে কে এগিয়ে, কার রানের পরিসংখ্যান কত, সব পরিসংখ্যানই চমকে দেওয়ার মতো। সর্বোচ্চ রানের তালিকায় প্রথম দশে কারা রয়েছেন দেখা যাক।

০২ ১১
দশ নম্বরে রয়েছেন এবি ডেভিলিয়ার্স। ১৪১টি ম্যাচ খেলে ৩৯৫৩ রান করেছেন এবিডি। গড় ৩৯.৫৩।

দশ নম্বরে রয়েছেন এবি ডেভিলিয়ার্স। ১৪১টি ম্যাচ খেলে ৩৯৫৩ রান করেছেন এবিডি। গড় ৩৯.৫৩।

০৩ ১১
নয় নম্বরে নাম রয়েছে ক্রিস গেইলের। ১১২টি ম্যাচ খেলে ৩.৯৯৪ রান করেছেন গেইল। গড় ৪১.১৭।

নয় নম্বরে নাম রয়েছে ক্রিস গেইলের। ১১২টি ম্যাচ খেলে ৩.৯৯৪ রান করেছেন গেইল। গড় ৪১.১৭।

০৪ ১১
তালিকার অষ্টম স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ১১৪টি ম্যাচ খেলে ৪,০১৪ রান করেছেন ডেভিড। গড় ৪০.৫৪।

তালিকার অষ্টম স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ১১৪টি ম্যাচ খেলে ৪,০১৪ রান করেছেন ডেভিড। গড় ৪০.৫৪।

০৫ ১১
এই তালিকার সাত নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। মাহি ১৭৫টি ম্যাচ খেলে ৪,০১৬ রান করেছেন। গড় ৪০.১৬।

এই তালিকার সাত নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। মাহি ১৭৫টি ম্যাচ খেলে ৪,০১৬ রান করেছেন। গড় ৪০.১৬।

০৬ ১১
এই তালিকার ছয় নম্বরে রয়েছেন শিখর ধওয়ন। ১৪৩টি ম্যাচ খেলে ৪,০৫৮ রান করেছেন শিখর। গড় ৩৩.২৬।

এই তালিকার ছয় নম্বরে রয়েছেন শিখর ধওয়ন। ১৪৩টি ম্যাচ খেলে ৪,০৫৮ রান করেছেন শিখর। গড় ৩৩.২৬।

০৭ ১১
পাঁচ নম্বরে রয়েছেন আরেক নাইট রবিন উথাপ্পা। ১৬৫টি ম্যাচ খেলে ৪,০৮৬ রান করেছেন রবিন। গড় ২৮.৫৭।

পাঁচ নম্বরে রয়েছেন আরেক নাইট রবিন উথাপ্পা। ১৬৫টি ম্যাচ খেলে ৪,০৮৬ রান করেছেন রবিন। গড় ২৮.৫৭।

০৮ ১১
চার নম্বরে রয়েছেন প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। ১৫৪টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে ৪২১৭ রান। গড় ৩১.৮৩।

চার নম্বরে রয়েছেন প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। ১৫৪টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে ৪২১৭ রান। গড় ৩১.৮৩।

০৯ ১১
তিন নম্বরে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। ১৭৩টি ম্যাচ খেলে তাঁর রান ৪৪৯৩। গড় ৩১.৮৬।

তিন নম্বরে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। ১৭৩টি ম্যাচ খেলে তাঁর রান ৪৪৯৩। গড় ৩১.৮৬।

১০ ১১
দ্বিতীয় স্থানে রানমেশিন বিরাট কোহালি। ১৬৩টি ম্যাচ খেলে ৪,৯৪৮ রান করেছেন বিরাট। তাঁর গড় কিন্তু প্রথম জনের চেয়ে বেশি, ৩৮.৩৫।

দ্বিতীয় স্থানে রানমেশিন বিরাট কোহালি। ১৬৩টি ম্যাচ খেলে ৪,৯৪৮ রান করেছেন বিরাট। তাঁর গড় কিন্তু প্রথম জনের চেয়ে বেশি, ৩৮.৩৫।

১১ ১১
এই তালিকায় সবার উপরে রয়েছেন সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস, গুজরাত লায়নস, দু’টি দলের হয়েই চমৎকার খেলেছেন রায়না। ১৭৬টি ম্যাচ খেলে তাঁর স্কোর ৪৯৮৫ রান। গড় ৩৪.৩৭।

এই তালিকায় সবার উপরে রয়েছেন সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস, গুজরাত লায়নস, দু’টি দলের হয়েই চমৎকার খেলেছেন রায়না। ১৭৬টি ম্যাচ খেলে তাঁর স্কোর ৪৯৮৫ রান। গড় ৩৪.৩৭।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE