কখনও রণতরীর চক্রব্যূহ তৈরি করা। কখনও আবার লড়াকু জেট উড়িয়ে ভয় দেখানো। তাইওয়ানকে গিলতে একরকম মরিয়া হয়ে উঠেছে চিন। ‘আগ্রাসী’ ড্রাগনের লম্ফঝম্ফে এত দিন ভয়ে কাঁটা হয়ে ছিল ওই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র। কিন্তু, আর নয়। আতঙ্ক কাটিয়ে এ বার পাল্টা মার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সাবেক ফরমোজ়া। সেই লক্ষ্যে অত্যাধুনিক মারণাস্ত্র তৈরি করল তারা। গোটা প্রকল্পের নেপথ্যে রয়েছে আরও এক ‘মহাশক্তি’র হাত, নাম যুক্তরাষ্ট্র।
চলতি বছরের ১৭ সেপ্টেম্বর সদ্য তৈরি করা একটি ক্রুজ় ক্ষেপণাস্ত্রকে প্রকাশ্যে আনে তাইওয়ান। হাতিয়ারটির পোশাকি নাম ‘বারাকুডা-৫০০’। কিছু দিনের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে একটি প্রতিরক্ষা প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। সেখানে যে সংশ্লিষ্ট ‘ব্রহ্মাস্ত্র’টিকে স্বমহিমায় দেখতে পাওয়া যাবে, তা বলাই বাহুল্য। হাতিয়ারটির পাল্লা এবং মারণক্ষমতা সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ্যে আনেনি সাবেক ফরমোজ়া দ্বীপ।