শুভাংশু শুক্ল ভারতীয় ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। যুদ্ধবিমান চালান। রাকেশ শর্মার মহাকাশে পা রাখার চার দশক পর এই প্রথম মহাকাশে গেলেন কোনও ভারতীয়। বায়ুসেনার ক্যাপ্টেন হওয়ায় এর আগে এএন-৩২, জাগুয়ার, হক, মিগ-২১, সু-৩০-সহ নানা ধরনের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। সে কারণে নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন শুভাংশু।