পূর্ব ইউরোপের যুদ্ধরত রুশ ভাড়াটে সেনাদলে রয়েছে পাকিস্তানি নাগরিক। খোদ ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির এ-হেন দাবি ঘিরে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের অনুমান, এর মাধ্যমে মস্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে চাইছে ইসলামাবাদ। ক্রেমলিন ও নয়াদিল্লির ‘বন্ধুত্বে’ চিড় ধরানোই যে তাদের উদ্দেশ্য, তা বলার অপেক্ষা রাখে না। ফলে ঘটনাপ্রবাহের উপরে কড়া নজর রাখছে ভারত।
সম্প্রতি, উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ এলাকার যুদ্ধ নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খোলেন জ়েলেনস্কি। সেখানে তিনি বলেন, ‘‘মস্কোর ফৌজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে রুশ ভাড়াটে সৈন্যবাহিনী, যাতে রয়েছে একগুচ্ছ দেশের নাগরিক।’’ এর পরেই ক্রেমলিনের ভাড়াটে বাহিনীতে চিন, তাজ়িকিস্তান, উজ়বেকিস্তান এবং আফ্রিকার দেশগুলির পাশাপাশি পাক নাগরিকেরা রয়েছেন বলে স্পষ্ট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পরে এই ইস্যুতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর করা একটি পোস্টও।