রাজধানী মস্কো থেকে অন্যতম বড় শহর সেন্ট পিটার্সবার্গ। রাশিয়ার বুকে আরও বড় ক্ষত তৈরি করতে এই সমস্ত এলাকাকে নিশানা করার ফন্দি আঁটছে আমেরিকা। মার্কিন দুরভিসন্ধি বুঝতে পেরে পাল্টা পরমাণু হামলার হুমকি দিয়েছে ক্রেমলিন। সেই সঙ্গে প্রকাশ্যে চলে এসেছে একটি প্রশ্ন। দ্বিতীয় আফগানিস্তান হতে চলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলার কাঁটা হয়ে থাকা ইউক্রেন? তাঁর জেদ পূরণ করতে গিয়ে আরও কয়েক খণ্ডে ভেঙে যাবে না তো ‘বাদামি ভালুকের দেশ’?
প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের জেরে ধীরে ধীরে নিঃসঙ্গতা বাড়ছে প্রেসিডেন্ট পুতিনের। ২০২২ সালে পশ্চিমের প্রতিবেশী দেশটির বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে পর্যন্ত তিনি ছিলেন ‘রাস্কি মির’। রুশ ভাষায় যার অর্থ হল ‘বিশ্বের রক্ষাকর্তা’। কিন্তু, প্রয়োজনের সময়ে একেবারেই সেই ভূমিকায় দেখা যায়নি মস্কোকে। উল্টে কাছের ‘বন্ধু’দের নিরাপত্তার গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছে ক্রেমলিন।