কখনও পশ্চিম এশিয়া। কখনও আবার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এমনকি ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকা। বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই মার্কিন ‘আধিপত্য’কে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চিন। শুধু তা-ই নয়, গত শতাব্দীর মতো ফের এক বার ধীরে ধীরে দুই ‘মহাশক্তি’র তৈরি করা গোষ্ঠীতে ভাগ হয়ে যাচ্ছে দুনিয়া। তবে কি শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ‘শীত যুদ্ধ’? এই নিয়ে বিশেষজ্ঞ মহলে তুঙ্গে উঠেছে জল্পনা।
২১ শতকের মার্কিন-চিন সংঘাতকে ‘দ্বিতীয় ঠান্ডা লড়াই’ বলার নেপথ্যে একাধিক যুক্তি দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। তাঁদের অনেকেই বর্তমান পরিস্থিতিতে ‘থুসিডাইডিস ফাঁদ’ বলে উল্লেখ করেছেন। সংশ্লিষ্ট শব্দবন্ধটির জনক হলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক গ্রাহাম টিলেট অ্যালিসন। তাঁর লেখা ‘ডেস্টিন্ড ফর ওয়ার’ বইতে প্রথম বার এই শব্দবন্ধ ব্যবহার হওয়ার পরেই তা জনপ্রিয় হয়ে যায়।