রুশ-চিন ঘনিষ্ঠতায় বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি না নিয়ে প্রায় রণডঙ্কা বাজিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনকে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর এ-হেন পদক্ষেপে ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় জমা হয়েছে আশঙ্কার কালো মেঘ। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক গ্রাস করেছে সাবেক সেনাকর্তা থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।
মার্কিন গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য রুশ ও চিনা আগ্রাসন ঠেকাতে চলতি বছরের ৪ সেপ্টেম্বর পেন্টাগনকে যাবতীয় সামরিক প্রস্তুতির নির্দেশ দেন ট্রাম্প। পাশাপাশি, ৭৬ বছর পর প্রতিরক্ষা দফতরের নাম বদলে ফের এক বার যুদ্ধ দফতর করে দেওয়ার সুপারিশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্টের যুক্তি, এর মাধ্যমে আমেরিকার শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরা অনেক বেশি সহজ হবে। তাঁর এ-হেন সিদ্ধান্তের পর দুনিয়া জুড়ে তুঙ্গে উঠেছে জল্পনা।