কখনও ‘অপারেশন সিঁদুর’। কখনও আবার শুল্ক-যুদ্ধ। সঙ্গে বাড়তি পাওনা পাকিস্তান-প্রেম। দ্বিতীয় বার কুর্সিতে বসা ইস্তক ভারত-আমেরিকার ‘কৌশলগত সম্পর্ক’ যেন ভেঙে ফেলতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক সেই কারণেই এ দেশের অর্থনীতিকে ‘মৃতবৎ’ বলে তোপ দেগেছেন তিনি। একটা সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বন্ধু’ বলা ট্রাম্পের হঠাৎ কেন এতটা পরিবর্তন? এর নেপথ্যে একাধিক কারণের কথা বলেছেন দুনিয়ার তাবড় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
বিশেষজ্ঞদের দাবি, ‘সুপার পাওয়ার’ দেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য সারা দুনিয়াকে নিজের আঙুলে নাচাতে চান ট্রাম্প। আর তাই আমেরিকার শর্তে ভারতকে বাণিজ্য চুক্তিতে রাজি করাতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। ট্রাম্প চান, যুক্তরাষ্ট্রের জন্য কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাজার খুলে দিক নয়াদিল্লি। কিন্তু, কেন্দ্রের মোদী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এ দেশের কৃষক এবং দুগ্ধশিল্পের সঙ্গে জড়িতদের লোকসান করে কোনও সমঝোতা সম্ভব নয়। ফলে বেজায় চটেছেন তিনি।