Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Virender Sehwag

Virender Sehwag: পাক আম্পায়ারকে ‘ঘুষ’ দিয়ে আউট হওয়া থেকে বাঁচেন, স্বীকার করেছিলেন সহবাগ!

পাঁচ দিনের ক্রিকেট হোক বা ৫০ ওভারের খেলা অথবা টি-টোয়েন্টির ময়দান, বীরেন্দ্র সহবাগের বিধ্বংসী মেজাজে সব যেন একাকার মনে হত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১২:৩৭
Share: Save:
০১ ১৭
স্বমেজাজে থাকলে বিপক্ষের বোলারদের ব্যাট দিয়ে ‘খুন’ করতেন। নীল জার্সিতে ওপেন করতে নেমে দেশীয়দের মধ্যে প্রথম ট্রিপল সেঞ্চুরিও রয়েছে তাঁর ঝুলিতে। ভারতীয়দের মধ্যে এখনও পর্যন্ত টেস্টে দুটো ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁরই দখলে। পাঁচ দিনের ক্রিকেট হোক বা ৫০ ওভারের খেলা অথবা টি-টোয়েন্টির ময়দান, বীরেন্দ্র সহবাগের বিধ্বংসী মেজাজে সব যেন একাকার মনে হত।

স্বমেজাজে থাকলে বিপক্ষের বোলারদের ব্যাট দিয়ে ‘খুন’ করতেন। নীল জার্সিতে ওপেন করতে নেমে দেশীয়দের মধ্যে প্রথম ট্রিপল সেঞ্চুরিও রয়েছে তাঁর ঝুলিতে। ভারতীয়দের মধ্যে এখনও পর্যন্ত টেস্টে দুটো ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁরই দখলে। পাঁচ দিনের ক্রিকেট হোক বা ৫০ ওভারের খেলা অথবা টি-টোয়েন্টির ময়দান, বীরেন্দ্র সহবাগের বিধ্বংসী মেজাজে সব যেন একাকার মনে হত।

ছবি: সংগৃহীত।

০২ ১৭
এ হেন সহবাগকে সাজঘরে ফেরাতে পারলে বিপক্ষের বোলারদের মুখে চওড়া হাসি দেখা যেত। তবে আউট হওয়া সত্ত্বেও এক বার ফেরেননি সহবাগ। সৌজন্যে পাকিস্তানের প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ। কী ভাবে তা সম্ভব হল? খোলসা করেছেন খোদ সহবাগ।

এ হেন সহবাগকে সাজঘরে ফেরাতে পারলে বিপক্ষের বোলারদের মুখে চওড়া হাসি দেখা যেত। তবে আউট হওয়া সত্ত্বেও এক বার ফেরেননি সহবাগ। সৌজন্যে পাকিস্তানের প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ। কী ভাবে তা সম্ভব হল? খোলসা করেছেন খোদ সহবাগ।

ছবি: সংগৃহীত।

০৩ ১৭
সালটা ২০০৮। ভারত সফরে এসেছে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। মোহালিতে বসেছে সে সফরের দ্বিতীয় টেস্ট। সে সময়ই নাকি আউট হওয়া সত্ত্বেও মাঠ থেকে ফেরেননি সহবাগ। সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সে কথা।

সালটা ২০০৮। ভারত সফরে এসেছে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। মোহালিতে বসেছে সে সফরের দ্বিতীয় টেস্ট। সে সময়ই নাকি আউট হওয়া সত্ত্বেও মাঠ থেকে ফেরেননি সহবাগ। সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সে কথা।

ছবি: সংগৃহীত।

০৪ ১৭
ব্যাটিং বিধ্বংসী হলেও ব্যবহারে নাকি ততটাই মোলায়েম সহবাগ। মিষ্টি কথায় নাকি তাঁর জুড়ি মেলা ভার। আর রসিকতা করতেও ছাড়েন না। মোহালি টেস্টের আম্পায়ার রউফের সঙ্গেও এমনই এক রসিকতা করেছিলেন সহবাগ। তবে রউফ তা সত্যি ভেবে নেন।

ব্যাটিং বিধ্বংসী হলেও ব্যবহারে নাকি ততটাই মোলায়েম সহবাগ। মিষ্টি কথায় নাকি তাঁর জুড়ি মেলা ভার। আর রসিকতা করতেও ছাড়েন না। মোহালি টেস্টের আম্পায়ার রউফের সঙ্গেও এমনই এক রসিকতা করেছিলেন সহবাগ। তবে রউফ তা সত্যি ভেবে নেন।

ছবি: সংগৃহীত।

০৫ ১৭
সহবাগ জানিয়েছেন, ২০০৮-এ অজিদের বিরুদ্ধে মোহালি টেস্টে আউট ছিলেন তিনি। তবে আঙুল তোলেননি আম্পায়ার রউফ। কেন?

সহবাগ জানিয়েছেন, ২০০৮-এ অজিদের বিরুদ্ধে মোহালি টেস্টে আউট ছিলেন তিনি। তবে আঙুল তোলেননি আম্পায়ার রউফ। কেন?

ছবি: সংগৃহীত।

০৬ ১৭
সহবাগের দাবি, ব্র্যান্ডেড টি-শার্ট, রোদচশমা, জুতোর শখ খুব ছিল রউফের। এটা সহবাগ জানতেন। এক বার নাকি রউফকে সে সব উপহার দিয়ে মজা করেই বলেছিলেন, “দেখবেন, এর পর আমাকে আউট দেবেন না যেন!”

সহবাগের দাবি, ব্র্যান্ডেড টি-শার্ট, রোদচশমা, জুতোর শখ খুব ছিল রউফের। এটা সহবাগ জানতেন। এক বার নাকি রউফকে সে সব উপহার দিয়ে মজা করেই বলেছিলেন, “দেখবেন, এর পর আমাকে আউট দেবেন না যেন!”

প্রতীকী ছবি।

০৭ ১৭
রউফের সঙ্গে রসিকতা করলেও তা নাকি সত্যি ভেবে নেন তিনি। মোহালির দ্বিতীয় টেস্টেই তার ফল মিলেছিল। মিচেল জনসনের বলে সহবাগ পরিষ্কার আউট হলেও আঙুল তোলেননি রউফ। এমনটাই দাবি করেছেন সহবাগ।

রউফের সঙ্গে রসিকতা করলেও তা নাকি সত্যি ভেবে নেন তিনি। মোহালির দ্বিতীয় টেস্টেই তার ফল মিলেছিল। মিচেল জনসনের বলে সহবাগ পরিষ্কার আউট হলেও আঙুল তোলেননি রউফ। এমনটাই দাবি করেছেন সহবাগ।

ছবি: সংগৃহীত।

০৮ ১৭
সহবাগ জানিয়েছেন, ৮০-র ঘরে ব্যাট করার সময় মিচেলের শর্ট পিচড বলে কাট করতে গিয়েছিলেন তিনি। বল তাঁর ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের দিকে চলে যায়। তালুবন্দি করেন হ্যাডিন। সহবাগ ‘আউট’! অথচ আঙুল তোলেননি সে ম্যাচের আম্পায়ার রউফ।

সহবাগ জানিয়েছেন, ৮০-র ঘরে ব্যাট করার সময় মিচেলের শর্ট পিচড বলে কাট করতে গিয়েছিলেন তিনি। বল তাঁর ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের দিকে চলে যায়। তালুবন্দি করেন হ্যাডিন। সহবাগ ‘আউট’! অথচ আঙুল তোলেননি সে ম্যাচের আম্পায়ার রউফ।

প্রতীকী ছবি।

০৯ ১৭
সহবাগ কেন আউট নন? রেগেমেগে রউফের সঙ্গে তর্ক জুড়ে দেন অজি অধিনায়ক পন্টিং। রউফ অনড়, সহবাগ আউট নন।

সহবাগ কেন আউট নন? রেগেমেগে রউফের সঙ্গে তর্ক জুড়ে দেন অজি অধিনায়ক পন্টিং। রউফ অনড়, সহবাগ আউট নন।

প্রতীকী ছবি।

১০ ১৭
মিচেলের বল সহবাগের ব্যাটের কানায় লেগেছে। স্পষ্ট শোনা গিয়েছে ব্যাটে-বলের শব্দ। এ বার রউফকে ছেড়ে সহবাগের কাছে ছুটে আসেন পন্টিং। “তুমি কি আউট?” জানতে চান পন্টিং।

মিচেলের বল সহবাগের ব্যাটের কানায় লেগেছে। স্পষ্ট শোনা গিয়েছে ব্যাটে-বলের শব্দ। এ বার রউফকে ছেড়ে সহবাগের কাছে ছুটে আসেন পন্টিং। “তুমি কি আউট?” জানতে চান পন্টিং।

প্রতীকী ছবি।

১১ ১৭
পন্টিংকে নির্লিপ্ত ভাবে সহবাগ বলেন, “হ্যাঁ!” এর পর ফের রউফের কাছে গিয়ে পন্টিং বলেন, “কী ভাবে আউট দিলেন না! এমনকি সহবাগ পর্যন্ত বলছে যে বল ব্যাটের কানায় লেগেছে!”

পন্টিংকে নির্লিপ্ত ভাবে সহবাগ বলেন, “হ্যাঁ!” এর পর ফের রউফের কাছে গিয়ে পন্টিং বলেন, “কী ভাবে আউট দিলেন না! এমনকি সহবাগ পর্যন্ত বলছে যে বল ব্যাটের কানায় লেগেছে!”

ছবি: সংগৃহীত।

১২ ১৭
এ বার পন্টিংয়ের সঙ্গে সহবাগের কাছে ছুটে আসেন আম্পায়ার রউফও। সহবাগের কাছে জানতে চান, বল কি তাঁর ব্যাটে লেগেছে? তখন আগের থেকেও নির্লিপ্ত ভাবে সহবাগ বলেন, “না!”

এ বার পন্টিংয়ের সঙ্গে সহবাগের কাছে ছুটে আসেন আম্পায়ার রউফও। সহবাগের কাছে জানতে চান, বল কি তাঁর ব্যাটে লেগেছে? তখন আগের থেকেও নির্লিপ্ত ভাবে সহবাগ বলেন, “না!”

ছবি: সংগৃহীত।

১৩ ১৭
এর পর আর তর্ক বাড়াননি পন্টিং। মিচেলের বলে ‘আউট’ হওয়ার পরেও ক্রিজে জমেছিলেন সহবাগ। তবে বেশি ক্ষণ নয়। দ্বিতীয় ইনিংসে ওই ঘটনার পর শতরান হারিয়ে ৯০-তেই ঘরে ফেরেন তিনি।

এর পর আর তর্ক বাড়াননি পন্টিং। মিচেলের বলে ‘আউট’ হওয়ার পরেও ক্রিজে জমেছিলেন সহবাগ। তবে বেশি ক্ষণ নয়। দ্বিতীয় ইনিংসে ওই ঘটনার পর শতরান হারিয়ে ৯০-তেই ঘরে ফেরেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৪ ১৭
এই ঘটনার বহু বছর পর সহবাগের স্বীকারোক্তি, বল তাঁর ব্যাটের কানায় এত জোরে লেগেছিল যে সাজঘর থেকেও সে শব্দ নাকি শোনা গিয়েছিল। তবে আম্পায়ার তাঁকে আউট দেননি। তাই ক্রিজ ছাড়েননি।

এই ঘটনার বহু বছর পর সহবাগের স্বীকারোক্তি, বল তাঁর ব্যাটের কানায় এত জোরে লেগেছিল যে সাজঘর থেকেও সে শব্দ নাকি শোনা গিয়েছিল। তবে আম্পায়ার তাঁকে আউট দেননি। তাই ক্রিজ ছাড়েননি।

ছবি: সংগৃহীত।

১৫ ১৭
সহবাগ আরও জানিয়েছেন, রউফ তাঁর বিরুদ্ধে আঙুল না তোলায় সে সময় তর্ক জুড়ে দেন পন্টিং। বলেন, “তুমি তো এইমাত্র বললে ব্যাটে বল লেগেছিল!” সহবাগের পাল্টা জবাব ছিল, “মিস্টার পন্টিং, আউট হলেও তুমি কখনও ক্রিজ ছেড়ে যাও না। আর আশা করছ যে অন্যরা তা করবে!”

সহবাগ আরও জানিয়েছেন, রউফ তাঁর বিরুদ্ধে আঙুল না তোলায় সে সময় তর্ক জুড়ে দেন পন্টিং। বলেন, “তুমি তো এইমাত্র বললে ব্যাটে বল লেগেছিল!” সহবাগের পাল্টা জবাব ছিল, “মিস্টার পন্টিং, আউট হলেও তুমি কখনও ক্রিজ ছেড়ে যাও না। আর আশা করছ যে অন্যরা তা করবে!”

ছবি: সংগৃহীত।

১৬ ১৭
পন্টিংকে সাফ বলেছিলেন সহবাগ, “আম্পায়ারকে নিজের কাজ করতে দাও। তুমি তোমার কাজ করো। আমাকেও আমার কাজ করতে দাও।”

পন্টিংকে সাফ বলেছিলেন সহবাগ, “আম্পায়ারকে নিজের কাজ করতে দাও। তুমি তোমার কাজ করো। আমাকেও আমার কাজ করতে দাও।”

প্রতীকী ছবি।

১৭ ১৭
মোহালির সে টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২০ রানে জিতেছিল ভারত। তবে এত বছর পর সহবাগের স্বীকারোক্তিতে প্রশ্ন উঠছে আম্পায়ার রউফের সেই সিদ্ধান্ত নিয়ে। সে সময় আইসিসি-র এলিট প্যানেলে ছিলেন রউফ। ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত সে প্যানেলের সদস্য রউফকে স্পট-ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

মোহালির সে টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২০ রানে জিতেছিল ভারত। তবে এত বছর পর সহবাগের স্বীকারোক্তিতে প্রশ্ন উঠছে আম্পায়ার রউফের সেই সিদ্ধান্ত নিয়ে। সে সময় আইসিসি-র এলিট প্যানেলে ছিলেন রউফ। ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত সে প্যানেলের সদস্য রউফকে স্পট-ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

প্রতীকী ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE