কোল্ডপ্লে কনসার্টের মোহময়ী রাতের জাদু যে দুঃস্বপ্নে পরিণত হবে তা ঘুণাক্ষরেও টের পাননি যুগল। বাড়িতে লুকিয়ে প্রেমিকার সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্ত এ ভাবে হাটের মাঝে এসে পড়বে তা কল্পনাতেও স্থান দিতে পারেননি প্রেমিক-প্রেমিকা। মার্কিন মুলুকের বস্টনের ম্যাসাচুসেট্সের জিলেট স্টেডিয়ামে বসেছিল ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট। কানায় কানায় ভর্তি ছিল দর্শকাসন।
সেখানেই প্রেমিকাকে বাহুডোরে জড়িয়ে সেই সঙ্গীতের আসর তারিয়ে তারিয়ে উপভোগ করছিলেন নামী তথ্যপ্রযুক্তি সংস্থার অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বাইরন। আচমকাই ক্যামেরায় ধরা প়ড়ে যান বাইরন ও তাঁর প্রেমিকা ক্রিস্টিন ক্যাবট। ওই সংস্থারই এক উচ্চপদস্থ কর্মী ক্রিস্টিন। কোল্ডপ্লের কনসার্ট চলাকালীন প্রেমিকাকে পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছিলেন অ্যান্ডি। প্রেমিকের বুকে মাথা দিয়ে গানের তালে মেতে উঠছিলেন ক্রিস্টিন।