শত্রুপক্ষের হাত থেকে আত্মরক্ষার স্বার্থে পৃথিবীর প্রায় প্রতিটা দেশই তাদের অস্ত্রভান্ডার সজ্জিত করে রেখেছে। আমেরিকা, রাশিয়া, চিন, ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ একের পর এক অস্ত্র তৈরি করছে। শত্রুদেশের হানাদারি রোখার পাশাপাশি কৌশলগত লড়াইয়ের প্রস্তুতি সেরে রাখতে চায় প্রতিটি দেশই। সৈন্যশক্তির নিরিখে হোক বা ক্ষেপণাস্ত্রের ভান্ডার, একে অপরের সঙ্গে টক্কর দিতে তৈরি শক্তিধর দেশগুলি।