Advertisement
E-Paper

রিয়েলিটি শো

পাঁচ পর্বের শো। খুঁজে বার করবে আমেরিকার সেরা ‘মেন্টালিস্ট’। মানে ম্যাজিশিয়ান, কিন্তু প্রায় অলৌকিক ক্ষমতার অধিকারী। বিচারক দুজন। ‘মিস্টিফায়ার’ য়ুরি গেলার এবং জাদুকর ক্রিস এঞ্জেল। তাঁরা সবার পারফরমেন্স খতিয়ে দেখে ভাল-মন্দ উচিত-অনুচিত রায় দেবেন। তার পর, দর্শকরা ফোন বা অনলাইনে যাকে সব চেয়ে বেশি ভোট দেবেন, সে-ই উইনার। ২,৫০,০০০ ডলারের মালিক।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৪ ০০:১৪

পাঁচ পর্বের শো। খুঁজে বার করবে আমেরিকার সেরা ‘মেন্টালিস্ট’। মানে ম্যাজিশিয়ান, কিন্তু প্রায় অলৌকিক ক্ষমতার অধিকারী। বিচারক দুজন। ‘মিস্টিফায়ার’ য়ুরি গেলার এবং জাদুকর ক্রিস এঞ্জেল। তাঁরা সবার পারফরমেন্স খতিয়ে দেখে ভাল-মন্দ উচিত-অনুচিত রায় দেবেন। তার পর, দর্শকরা ফোন বা অনলাইনে যাকে সব চেয়ে বেশি ভোট দেবেন, সে-ই উইনার। ২,৫০,০০০ ডলারের মালিক।

ভাল রকম গুঞ্জন উঠল। ম্যাজিশিয়ানদের লড়াই আবার কেমনতর রিয়েলিটি শো? ট্রিক আর রিয়েলিটি কী করে মিশ খায়? তখনই এক সাক্ষাৎকারে খোদ শো-বিচারক এঞ্জেল বললেন, ‘এই জাদু-বিশ্বের অনেকটাই তো বুজরুকি। বিশ্বাস করি না, কারও ‘অলৌকিক’ ক্ষমতা আছে। শোয়ে কেউ যদি দাবি করে যে সে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে, বা মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারে, তক্ষুনি লাইভ টিভিতে তার পরদা ফাঁস করব। এই জন্যই শো’টায় থাকছি আমি।’

সেটে হাজির হতেন কয়েক জন করে তারকা-অতিথি। প্রতিযোগীরা মূলত তাঁদের ওপরেই ফলাতেন নিজেদের জাদু, কখনও বিচারকদেরও শামিল করে নিতেন খেলায়। সেগেভ নামে প্রতিযোগীর ম্যাজিকে, অতিথি ম্যাথিউজ-এর শরীরে যা-যা স্পর্শানুভূতি হচ্ছে, ঠিক সেই সেই শিহরন আর এক অতিথি ইলেকট্রাও অনুভব করতে পারলেন। ম্যাথিউজকে চিমটি কাটলে, ইলেকট্রা আঁক করে ওঠেন। সেগেভ তেকোনা টুপি খুলে বাও করলেন, দুজনের নার্ভাস সিস্টেমকে নাকি জড়িয়ে দিয়েছিলেন এত ক্ষণ!

প্রতিযোগী জিম ক্যারল আবার এক অতিথি এত ক্ষণ কী কী ভাবছিলেন, গড়গড়িয়ে বলে যেতে লাগলেন। এরান র্যাভেন একটা ‘নেল-গান’ (বন্দুক, যা দিয়ে পেরেক পোঁতা যায়) দিয়ে ‘রাশিয়ান রুলে’ খেললেন। এর মানে হল, অনেকটা গব্বর সিং-এরই কায়দায়, বন্দুকের একটা চেম্বারে গুলি থাকবে, বাকিগুলো থাকবে ফাঁকা। ম্যাগাজিনটা জোরসে ঘুরিয়ে দিতে হবে, যাতে গুলিটা (এ ক্ষেত্রে তীক্ষ্ণ পেরেকটা) এখন কোথায় আছে, জানা যাবে না। তার পর নিজের কপালে ঠেকিয়ে, ট্রিগার টিপতে হবে। এরান ট্রিগার টিপলেন বার বার, কিন্তু প্রতি বারই হাসিমুখে দিব্যি বেঁচে গেলেন।

এপিসোড টু। সে দিন হ্যালোয়িন। গাই বাভলি নামের বাজিকর স্টেজে ডাকলেন অতিথি সিমোনে আর এক জন নার্সকে। তার পর, দুজনকে তাঁর দু’হাতের নাড়ি ধরতে বলে, এক মনে ধ্যান করতে করতে, বেমালুম নিজের হৃৎস্পন্দন থামিয়ে দিলেন। নার্স চেঁচাচ্ছে, মারা গেছেন! উনি মারা গেছেন! হার্ট মনিটর দেখাচ্ছে, স্পন্দন আর নেই! খানিক পরেই আবার ধড়াস ধড়াস চালু হল হৃদয়। সিমোনে এমন ঘাবড়ে গেলেন যে সেট থেকে দে ছুট। তার পর এলেন সে দিনের আসল লোক, জিম কালাহান।

তাঁর কলম আপনা হতে চলল কাগজের ওপর। কালাহান বললেন, আমি মৃতের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম। প্রমাণ? কালাহান আবার সেই বেচারি সিমোনের দিকে আঙুল তুললেন। এই মেয়েটি একটু আগে কোনও গোপন বস্তু রেখেছে একটা গোপন কুঠুরিতে। সেটা কী, আমাকে বলে দেবে লেখক-বন্ধু রেমন্ড হিল-এর সর্বজ্ঞ আত্মা। গর্জে উঠলেন ক্রিস এঞ্জেল। ইয়ার্কি? আপনার ভূতটিকে বলতে বলুন আমার বাঁ পকেটে কী আছে! কালাহান কিন্তু সে কথার উত্তর না দিয়ে এঞ্জেলের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দিলেন। ১৫ মিনিট পর, যখন কালাহান চ্যালেঞ্জটা প্রায় নিয়েই ফেলেছেন, দুম করে অ্যাড ব্রেক। শো যখন ফের শুরু হল, কারও মুখে ঘটনার উচ্চবাচ্য নেই! নিঃশব্দে বাদ হয়ে গেলেন কালাহান!

হাড্ডাহাড্ডি লড়লেন গাই বাভলি আর এঞ্জেলা ফুনোটভিট্স। গাই চোখ দিয়ে চামচ বেঁকিয়ে দিচ্ছেন, এঞ্জেলা ইশারায় মোমবাতি জ্বালাচ্ছেন, অতিথি কী ভাবছেন তার ফোটোগ্রাফ পর্যন্ত হাজির করছেন। মাইক সুপার ভুডু-পুতুলের ম্যাজিক দেখিয়ে খুব তালি কুড়োলেন। ফাইনালে গেলেন এঞ্জেলা আর মাইক। এঞ্জেলা এক অতিথিকে বললেন, তাঁকে না বলে, বোতল-ভর্তি বিশাল বিশাল ক্রেটের মাঝে লুকিয়ে পড়তে। তার পর চেন-করাত নিয়ে দুমদুম ভাঙতে লাগলেন ক্রেটগুলো। অতিথির গায়ে আঁচড়টুকুও লাগল না। মাইক দেখালেন মনের জোরের খেলা। অতিথিদের বিভিন্ন জায়গায় দিয়ে আসা বিলের নম্বর বলতে লাগলেন মন থেকে। এক্কেবারে ঠিকঠাক।

সবাইকে বেশ অবাক করেই শো জিতে গেলেন মাইক। তবে সাময়িক কিছু অর্থপ্রাপ্তি ছাড়া, বাকি প্রতিযোগীদের থেকে এমন কিছু বেশি লাভ হল না তাঁর। আজও আমেরিকার শহর-গ্রামে ঘুরলেই দেখা যাবে, প্রত্যেকেই শো-টো করে ভালই করেকম্মে খাচ্ছেন। সেই মৃত-বিশারদ কালাহান পর্যন্ত!

reality show phenomenon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy