Advertisement
০৩ মে ২০২৪
Mobile Phone

অক্টোবরেই বাজারে আসছে গুগলের পিক্সেল ২ এবং পিক্সেল এক্সএল?

অক্টোবরেই বাজারে আসছে গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল ২ এবং পিক্সেল এক্সএল। বেশ কিছু টেক ওয়েবসাইটের দাবি অন্তত তেমনই। তবে গুগলের তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এক নজরে দেখে নিন কী কী ফিচার থাকছে এই ফোনে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ১৫:৪৯
Share: Save:
০১ ০৮
অক্টোবরে বাজারে আসতে চলেছে গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল ২ এবং পিক্সেল এক্সএল। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি গুগল।

অক্টোবরে বাজারে আসতে চলেছে গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল ২ এবং পিক্সেল এক্সএল। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি গুগল।

০২ ০৮
নতুন পিক্সেল ২ আগের থেকে অনেক বেশি আপডেটেড। এতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর।

নতুন পিক্সেল ২ আগের থেকে অনেক বেশি আপডেটেড। এতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর।

০৩ ০৮
নতুন পিক্সেল এক্সএলে রয়েছে ৬ ইঞ্চি ডিসপ্লে। রেজোলিউশন ১৪৪০*২৫৬০।

নতুন পিক্সেল এক্সএলে রয়েছে ৬ ইঞ্চি ডিসপ্লে। রেজোলিউশন ১৪৪০*২৫৬০।

০৪ ০৮
শোনা গিয়েছে অ্যান্ড্রয়েড ৮.০ ভার্সনে পাওয়া যাবে পিক্সেল এক্সএল। এতে থাকবে ৪ জিবি র‌্যাম। ৬৪ জিবি এক্সপেনডেবল মেমরি।

শোনা গিয়েছে অ্যান্ড্রয়েড ৮.০ ভার্সনে পাওয়া যাবে পিক্সেল এক্সএল। এতে থাকবে ৪ জিবি র‌্যাম। ৬৪ জিবি এক্সপেনডেবল মেমরি।

০৫ ০৮
পিক্সেল এক্সএলে থাকবে ১২ ইঞ্চি মেগাপিক্সেল ক্যামেরা। থাকবে এলইডি ফ্ল্যাশ।

পিক্সেল এক্সএলে থাকবে ১২ ইঞ্চি মেগাপিক্সেল ক্যামেরা। থাকবে এলইডি ফ্ল্যাশ।

০৬ ০৮
সিঙ্গেল সিম এবং ডুয়াল সিম, দু’টি ভার্সনেই পাওয়া যাবে এই সিম। তা ছাড়া পিক্সেল এক্সএলে থাকবে ন্যানো সিম ব্যবহারের সুযোগ।

সিঙ্গেল সিম এবং ডুয়াল সিম, দু’টি ভার্সনেই পাওয়া যাবে এই সিম। তা ছাড়া পিক্সেল এক্সএলে থাকবে ন্যানো সিম ব্যবহারের সুযোগ।

০৭ ০৮
পিক্সেল ২ এবং পিক্সেল এক্সএল দু’টি ফোনেই থাকবে ৩২জিবি থেকে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

পিক্সেল ২ এবং পিক্সেল এক্সএল দু’টি ফোনেই থাকবে ৩২জিবি থেকে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

০৮ ০৮
নতুন ফোনে থাকছে লি-আয়নের ৩০০০ এমএএইচ ব্যাটারি। সম্ভাব্য দাম হতে পারে ৫৮,৯৯৯ টাকা।

নতুন ফোনে থাকছে লি-আয়নের ৩০০০ এমএএইচ ব্যাটারি। সম্ভাব্য দাম হতে পারে ৫৮,৯৯৯ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE