Advertisement
০৮ মে ২০২৪
Apple watch series 2

আইফোন৭, অ্যাপল ওয়াচ সিরিজ২-তে আপনি যা যা পাচ্ছেন

না, আইফোন৬এসই নয়, আইফোন৭ই নিয়ে এল অ্যাপল। এবং অনেক প্রত্যাশাই মিলে গেল। এ বার থেকে মিলবে নতুন জেড ব্ল্যাক এবং ব্ল্যাক আইফোন। সব মিলিয়ে পাঁচটি রঙের আইফোন থাকছে। নুতন কী থাকছে?

রত্নাঙ্ক ভট্টাচার্য
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫১
Share: Save:

না, আইফোন৬এসই নয়, আইফোন৭ই নিয়ে এল অ্যাপল। এবং অনেক প্রত্যাশাই মিলে গেল। এ বার থেকে মিলবে নতুন জেড ব্ল্যাক এবং ব্ল্যাক আইফোন। সব মিলিয়ে পাঁচটি রঙের আইফোন থাকছে। নুতন কী থাকছে?

আইফোন জান তার হোমবটন। ফোনকে আনলক করা, সিরিকে সক্রিয় করা, ছবি তোলা, অ্যাপল-পে ব্যবহার করা— হাজারো কাজের জন্য বার বার হোম বটনটি ব্যবহার করতে হয়। এ বার আইফোন৭-এ হোম বাটনটি হয়ে উঠল আর সংবেদশীল। আসল ফোর্স সেনসিটিভ প্রযুক্তি। জলে, ধুলোয় নতুন আইফোনে বিশেষ সমস্যা হবে না। সুরক্ষার মাপকাঠিতে এই আইফোন আইপি-৬৭ শ্রেণীভুক্ত।

স্মার্টফোনের ক্যামেরা খুবই জরুরি অংশ। অ্যাপল এ নিয়ে সবসময় বিশেষ মাথা ঘামায়। তবে এখানেও জল্পনা মিলেছে। আইফোন৭প্লাস-এর পিছনে দু’টি ক্যামেরা থাকছে। দু’টি ক্যামেরারই শক্তি ১২ মেগাপিক্সেল। তবে একটি ওয়াইড অ্যাঙ্গেলের, অন্যটি টেলি। অপটিক্যাল জুম হবে ২-এক্স আর ডিজিট্যাস জুম ১০-এক্স। ডিএসএলআর-র মতো। ফ্ল্যাশে থাকছে চারটি এলইডি। সামনের ক্যামেরাটি ৭ মেগাপিক্সেলের এইচডি ফেসটাইম।
রেটিনা ডিসপ্লে আর দু’টি স্টিরিও স্পিকার নতুন সংযোজন। জল্পনা মতোই ৩.৫ মিলিমিটার অডিও জ্যাকটি বাদ দিয়েছে অ্যাপল। এ বার অডিও জ্যাক জুড়বে লাইটনিং পোর্টে। এ নিয়ে অসন্তোষ তৈরির আশঙ্কা করেছিল অ্যাপল। তাই অডিও পোর্ট অ্যাডপ্টারও নিয়ে আসছে অ্যাপল যাতে ৩.৫ মিলিমিটার জ্যাকের যন্ত্রগুলি জুড়ে যাবে।
এ ক্ষেত্রে নতুন সংযোজন তার বিহীন ইয়ারফোন অ্যাপল পড। ছোট খাপের মধ্যে থাকবে অ্যাপল পড। খাপ খুললেই আপনা থেকেই আইফোন, অ্যাপল ওয়াচ, আইপ্যাডের সঙ্গে জুড়ে যাবে। এক বার চার্জ দিলে প্রায় পাঁচ ঘণ্টা সক্রিয় থাকবে এই অ্যাপল পড। আর এ সবই হবে অ্যাপল পডের মধ্যে থাকা নতুন ডব্লিউ-১ চিপের জন্য। অন্য ইয়ারফোন, হেডফোন নির্মাতাদের ডব্লিউ-১ চিপটি ব্যবহারের জন্য দিচ্ছে অ্যাপল।

আরও পড়ুন: ধূমকেতুর পর এবার গ্রহাণুতে পা, মহাকাশে যাচ্ছে ‘ওসিরিস-রেক্স’

এই ফোনের ক্ষমতার কেন্দ্রে রয়েছে নতুন এ-১০ ফিউসন প্রসেসর। এটি ৬৪ বিটের চার কোরের। এর মধ্যে দু’টি কোর হাইপার্ফরমেন্সের জন্য, অন্য দু’টি হাই এফিসিয়েন্সি-র জন্য। কাজ বুঝে ফোনটি কোর ব্যবহার করবে। আর গ্রাফিক্স চিপটি ছ’টি কোরের। ফলে ডেক্সটপের অনেক গেম এই ফোনেও খেলা যাবে। জল্পনা মতোই ৩২ জিবি, ১২৪ জিবি আর ২৫৬ জিবি-র ফোন থাকছে। ভারতে এই ফোনের দাম শুরু হতে পারে ৬০ হাজার টাকা থেকে। অক্টোবর থেকে পাওয়া যাবে।

অ্যাপেল ওয়াচ সিরিজ-২। ছবিগুলি অ্যাপেল ওয়েবসাইটের সৌজন্যে।

গতকাল রাতে অ্যাপল ওয়াচ সিরিজ২-ও রিলিজ হল। অ্যাপল-এর দাবি, তাদের নতুন ঘড়ি শুধু জলের ছিটে লাগলেই সচল থাকবে এমন নয়, এ বার তা হবে ‘সুইম প্রুফ’। আর তার জন্য দিনের পর দিন নতুন ঘড়িটিকে জলে ডুবিয়ে রেখে পরীক্ষা চালিয়েছেন অ্যাপল-এর ইঞ্জিনিয়াররা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘড়িটির স্পিকার নিয়ে। স্পিকারের খোপে বাতাস ঢোকাতেই হবে। কিন্তু তা হলে তো জলও ঢুকে যাবে। অ্যাপল-এর ইঞ্জিনিয়ারা তাই এমন স্পিকার বানিয়েছেন যা জল বার করে দিতে সক্ষম। অ্যাপল-এর দাবি, এই ঘড়ি জলের তলার প্রায় ৫০ মিটার পর্যন্ত অবলীলায় কাজ করে যাবে।
জল্পনা মতো, ঘড়িতে চলে এসেছে জিপিএস, হৃদস্পন্দন মনিটর, স্বাস্থ্য সংক্রান্ত বেশ কয়েকটি অ্যাপ, নতুন অপারেটিং সিস্টেম ওয়াচ ওএস-৩। যাঁরা শরীরচর্চা করতে ভালবাসেন তাঁদের জন্য নাইকি-র সঙ্গে মিলে অ্যাপল ঘড়ির আলাদা সংস্করণ, অ্যাপল ওয়াচ নাইকি প্লাস এনেছে অ্যাপল।
গেম-প্রেমীদের জন্য নিয়ানটিক ল্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে এই ঘড়িতে চলে এসেছে পোকেমন গো। আগের থেকে প্রায় দু’গুণ উজ্জ্বল এই ঘড়ি। ফলে তীব্র রোদেও ঘড়ি দেখতে অসুবিধা হবে না। এই সব কাজ করবে ডুয়েল কোর প্রসেসর। যাকে ‘সিস্টেম ইন প্যাক’ বলছে অ্যাপল। অ্যালমুনিয়াম, প্লাস্টিক ছাড়াও এবার সেরামিক কেসে-র ঘড়ির আনছে অ্যাপল। টিম কুকের জানালেন, আপাতত বিক্রির দিক থেকে ঘড়ির দুনিয়ায় দ্বিতীয় স্থানে আছে তাদের ঘড়ি। আগে এক মাত্র রোলেক্স। এ বার প্রথম হওয়ার অপেক্ষা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Apple iPhone 7 features Apple Watch series 2
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE