Advertisement
E-Paper

স্বাভাবিক ছন্দে ‘লালি’

দুর্বলতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে হাঁটা শুরু করল দেড় মাসের ‘লালি’। ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানার এই খুদে হায়না শাবকটি রয়েছে। গত ৬ জুন পাঁচটি শাবক প্রসবের পরে একটিকে খেয়ে সাবাড় করে দিয়েছিল চিড়িয়াখানার স্ত্রী হায়নাটি। এ জন্য বাকি চারটি শাবককে আলাদা করে চিড়িয়াখানার শুশ্রূষা ঘরে রাখা হয়।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৫ ০৩:১৪
ছবি: দেবরাজ ঘোষ।

ছবি: দেবরাজ ঘোষ।

দুর্বলতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে হাঁটা শুরু করল দেড় মাসের ‘লালি’। ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানার এই খুদে হায়না শাবকটি রয়েছে। গত ৬ জুন পাঁচটি শাবক প্রসবের পরে একটিকে খেয়ে সাবাড় করে দিয়েছিল চিড়িয়াখানার স্ত্রী হায়নাটি। এ জন্য বাকি চারটি শাবককে আলাদা করে চিড়িয়াখানার শুশ্রূষা ঘরে রাখা হয়। কিন্তু পরে তিনটি শাবকের মৃত্যু হয়। একমাত্র বেঁচে রয়েছে লালি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy