Advertisement
০৩ মে ২০২৪
Tax

কর বাঁচানোর কিছু উপায় যা সব মহিলাদের জেনে রাখা উচিত

সংসার খরচ, বাচ্চাদের খরচ চালিয়ে নিজের খরচ বাঁচাতে হিমশিম খান সব রোজগেরে মহিলারাই। তার উপর মোটা টাকার কর তো রয়েছেই। অল্প বয়স থেকেই জেনে রাখুন কর বাঁচানোর আইনি উপায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ০৯:৪২
Share: Save:
০১ ০৬
সংসার খরচ, বাচ্চাদের খরচ চালিয়ে নিজের খরচ বাঁচাতে হিমশিম খান সব রোজগেরে মহিলারাই। তার উপর মোটা টাকার কর তো রয়েছেই। অল্প বয়স থেকেই জেনে রাখুন কর বাঁচানোর আইনি উপায়। যা জীবনভর কর বাঁচাতে সাহায্য করবে।

সংসার খরচ, বাচ্চাদের খরচ চালিয়ে নিজের খরচ বাঁচাতে হিমশিম খান সব রোজগেরে মহিলারাই। তার উপর মোটা টাকার কর তো রয়েছেই। অল্প বয়স থেকেই জেনে রাখুন কর বাঁচানোর আইনি উপায়। যা জীবনভর কর বাঁচাতে সাহায্য করবে।

০২ ০৬
পাবলিক সেক্টরে প্রচুর ট্যাক্স ফ্রি বন্ডে বিনিয়োগ করার অপশন রয়েছে। দীর্ঘ মেয়াদি অর্থাত্ ১৫-২০ বছরের বিনিয়োগে করমুক্ত রিটার্ন নিশ্চিত।

পাবলিক সেক্টরে প্রচুর ট্যাক্স ফ্রি বন্ডে বিনিয়োগ করার অপশন রয়েছে। দীর্ঘ মেয়াদি অর্থাত্ ১৫-২০ বছরের বিনিয়োগে করমুক্ত রিটার্ন নিশ্চিত।

০৩ ০৬
বেড়াতে যান। শুনতে অদ্ভুত লাগলেও বেড়াতে গিয়ে কর বাঁচাতে পারেন। যদি নিজের ব্যবসা থাকে তা হলে হোটেল খরচ বা ঘোরার খরচ ব্যবসায়িক খরচ হিসেবে দেখাতে পারেন। যদি চাকরি করেন তা হলে লিভ ট্র্যাভেল অ্যালাওয়েন্স ব্যবহার করুন। খেলোয়াড়, ব্যবসায়ী বা বলিউড সেলিব্রিটিরা যা করেই থাকেন।

বেড়াতে যান। শুনতে অদ্ভুত লাগলেও বেড়াতে গিয়ে কর বাঁচাতে পারেন। যদি নিজের ব্যবসা থাকে তা হলে হোটেল খরচ বা ঘোরার খরচ ব্যবসায়িক খরচ হিসেবে দেখাতে পারেন। যদি চাকরি করেন তা হলে লিভ ট্র্যাভেল অ্যালাওয়েন্স ব্যবহার করুন। খেলোয়াড়, ব্যবসায়ী বা বলিউড সেলিব্রিটিরা যা করেই থাকেন।

০৪ ০৬
পিপিএফ: পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম বা পিপিএফ ট্যাক্স বাঁচানোর সবচেয়ে জনপ্রিয় উপায়। পিপিএফ-এর মূলধন ও সুদ যেমন নিশ্চিত, তেমনই রিটার্ন সম্পূর্ণ করমুক্ত।

পিপিএফ: পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম বা পিপিএফ ট্যাক্স বাঁচানোর সবচেয়ে জনপ্রিয় উপায়। পিপিএফ-এর মূলধন ও সুদ যেমন নিশ্চিত, তেমনই রিটার্ন সম্পূর্ণ করমুক্ত।

০৫ ০৬
নিজের কোম্পানির এইচ আর বিভাগে কথা বলে স্যালারি স্ট্রাকচারে কিছু পরিবর্তন করতে পারেন। যা আপনাকে কর বাঁচাতে সাহায্য করবে। মেডিক্যাল অ্যালাওয়েন্স, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, টেলিফোন বিল এগুলো বেতনের অংশ। এই সব বিল দেখালে কর ছাড় পেতে পারেন।

নিজের কোম্পানির এইচ আর বিভাগে কথা বলে স্যালারি স্ট্রাকচারে কিছু পরিবর্তন করতে পারেন। যা আপনাকে কর বাঁচাতে সাহায্য করবে। মেডিক্যাল অ্যালাওয়েন্স, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, টেলিফোন বিল এগুলো বেতনের অংশ। এই সব বিল দেখালে কর ছাড় পেতে পারেন।

০৬ ০৬
ইউএলআইপি: ইউনিট লিঙ্কড ইনসিওরেন্স প্ল্যান বা ইউএলআইপি ইএলএসএস-এর তুলনায় সস্তা। অনেক বেশি ফ্লেক্সিবল। বিনিয়োগকারী এ ক্ষেত্রে সুবিধা মতো ইকুইটি থেকে ডেট ও ডেট থেকে ইকুইটিতে পরিবর্তন করতে পারে। যা ম্যাচিওরিটিতে ট্যাক্স ফ্রি হয়।

ইউএলআইপি: ইউনিট লিঙ্কড ইনসিওরেন্স প্ল্যান বা ইউএলআইপি ইএলএসএস-এর তুলনায় সস্তা। অনেক বেশি ফ্লেক্সিবল। বিনিয়োগকারী এ ক্ষেত্রে সুবিধা মতো ইকুইটি থেকে ডেট ও ডেট থেকে ইকুইটিতে পরিবর্তন করতে পারে। যা ম্যাচিওরিটিতে ট্যাক্স ফ্রি হয়।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE