Advertisement
১৬ মে ২০২৪

উকুন নিয়ে লজ্জায়, যত্ন নেবে পেঁয়াজ, মেয়োনিজ

চুল পড়া, পেকে যাওয়া, রুক্ষ চুল বা খুস্কি নিয়ে আমরা যতটা খোলাখুলি আলোচনা করি উকুন নিয়ে ঠিক ততটাই লজ্জায় থাকি। এতটা লজ্জা পাওয়ার কিছু নেই। বিভিন্ন কারণে মাথায় উকুন হতেই পারে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ১৭:৩২
Share: Save:

চুল পড়া, পেকে যাওয়া, রুক্ষ চুল বা খুস্কি নিয়ে আমরা যতটা খোলাখুলি আলোচনা করি উকুন নিয়ে ঠিক ততটাই লজ্জায় থাকি। এতটা লজ্জা পাওয়ার কিছু নেই। বিভিন্ন কারণে মাথায় উকুন হতেই পারে। তবে উকুন শুধু চুলের নয়, স্বাস্থ্যেরও ক্ষতি করে। জেনে নিন উকুন তাড়ানোর কিছু ঘরোয়া টোটকা।

১। ভিনিগার- অ্যাসেটিক অ্যাসিড উকুনের বিষ। ভিনিগার ও বেবি অয়েল সম পরিমাণে মিশিয়ে নিন। স্ক্যাল্পে এই মিশ্রণ ভাল করে মাসাজ করে ১০ মিনিট শাওয়ার ক্যাপ পরে থাকুন। প্রথম জল দিয়ে, পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। টানা দুই মাস সপ্তাহে তিন দিন এটা করতে হবে।

২। টি ট্রি অয়েল- অলিভ অয়েলের সঙ্গে ২০ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে তুলো দিয়ে মাথার তালুতে লাগান। শাওয়ার ক্যাপ পরে সারা রাত রেখে দিন। জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন।

৩। হট অয়েল ট্রিটমেন্ট- চুলের অন্যান্য সমস্যার মতোই উকুন মারতেও দারুণ উপকারী হট অয়েল ট্রিটমেন্ট। ভাল ফল পেতে নারকেল তেলের সঙ্গে অল্প নিম তেল মিশিয়ে নিন। মিশ্রণ গরম করে সারা মাথায় মাসাজ করুন। একই ভাবে সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে নিন।

৪। লেবুর রস- চার কোয়া রসুন থেঁতো করে নিন। লেবুর রসের সঙ্গে রসুন মিশিয়ে মাথায় লাগান। তোয়ালে জড়িয়ে আধ ঘণ্টা রাখুন। শ্যাম্পু করে নিন।

৫। পেঁয়াজ- পেঁয়াজে থাকা সালফার খুব ভাল উকুন মারতে পারে। ছ’টা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রস করে নিন। মাথায় লাগিয়ে দু’ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

৬। মেয়োনিজ- সারা মাথায় ভাল করে মেয়োনিজ লাগিয়ে ছ’ঘণ্টা রাখুন। শ্যাম্পু করে নিন। উকুন তো যাবেই, চুল নরমও হবে।

৭। অ্যালকোহল- মাথায় অ্যালকোহল মাসাজ করুন। কয়েক মিনিট পর জ্বালা করলেই শ্যাম্পু করে নিন। অ্যালকোহলে উকুন দম বন্ধ হয়ে মরে যায়। এটা কন্ডিশনারের কাজও করে। সপ্তাহে দু’বার টানা দু’মাস করতে থাকুন।

যেই টোটকাতেই উকুন তাড়ান না কেন কয়েকটা জিনিস মাথায় রাখুন-

৮। শাওয়ার ক্যাপ- শ্যাম্পু করার আগে পর্যন্ত মাথায় শাওয়ার ক্যাপ বা তোয়ালে জড়িয়ে রাখুন। উকুন যেন মাথা থেকে বেরিয়ে যেতে না পারে। জীবিত অবস্থায় উকুন ছড়িয়ে পড়লে আবার বংশবিস্তার করবে।

৯। চিরুনি- শ্যাম্পু করার আগে মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল ভাল করে আঁচড়ে নিন। এতে মৃত উকুন। খোসা ঝরে যাবে।

১০। হেয়ার ড্রায়ার- শ্যাম্পু করার পর চুল অবশ্যই হেয়ার ড্রায়ার দিয়ে শোকান। চুল ছোট ছোট ভাগে ভাগ করে নিন। প্রতি ভাগে ১৫ থেকে ৬০ সেকেন্ড হিট দিন। তার বেশি অবশ্যই নয়। এতে চুলের ক্ষতি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE