Advertisement
২১ মে ২০২৪

ঠোঁট ফাটছে? জেনে নিন ঘরোয়া সমাধান

শীত দরজায় কড়া নাড়ছে। ফুটিফাটা ঠোঁট নিয়ে হয়তো বিপর্যস্ত আপনি। সকলের সামনে বেশ লজ্জায় পড়তে হচ্ছে। জেনে নিন কিছু ঘরোয়া সমাধান। যাতে শুষ্ক শীতেও আপনার ঠোঁট থাকবে নরম এবং সুন্দর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ১১:৪৮
Share: Save:

শীত দরজায় কড়া নাড়ছে। ফুটিফাটা ঠোঁট নিয়ে হয়তো বিপর্যস্ত আপনি। সকলের সামনে বেশ লজ্জায় পড়তে হচ্ছে। জেনে নিন কিছু ঘরোয়া সমাধান। যাতে শুষ্ক শীতেও আপনার ঠোঁট থাকবে নরম এবং সুন্দর।

কেন ঠোঁট ফাটে?

১) শরীরের ডিহাইড্রেশনের ফলে ঠোঁট ফাটে।

২) এ সময় এমনিতেই জল কম খাওয়ার প্রবণতা থাকে। তাই জল বেশি করে খেলে ঠোঁট ফাটা কমতে পারে।

ঘরোয়া টোটকা

১) ঠোঁটে সবসময় নামী কোম্পানির লিপবাম লাগান৷

২) লিপবাম এসপিএফ যুক্ত হওয়া প্রয়োজন।

৩) শীতেও সূর্যরশ্মি ঠোঁটকে কালো করে দিতে পারে। তাই লিপবামে সান প্রোটেকশন থাকা জরুরি।

ঠোঁটে ক্লিনজিং

১) মধু ও লেবুর রসের বিশেষ প্যাক ঠোঁটের ক্লিনজার হিসেবে কাজ করে।

২) লিপবাম মোটা করে ঠোঁটে লাগিয়ে তুলো দিয়ে আলতো করে মরা কোষ তুলে ফেলুন।

সতর্কতা

১) ঠোঁট ফাটলে জিভ দিয়ে ঠোঁট চাটবেন না।

২) শীতকালে ম্যাট লিপস্টিক এড়িয়ে চলুন৷

কী করবেন

১) লিপগ্লস বা ময়েশ্চারাইজার-যুক্ত লিপস্টিক ব্যবহার করবেন৷

২) রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটেও ভাল করে ময়েশ্চারাইজার লাগান৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE