Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Grandmother

হাতের জাদুতেই নিজের গ্রামকে আর্ট গ্যালারি বানিয়ে ফেললেন ৯০ বছরের এই বৃদ্ধা

তবে এ বার এমনই এক বৃদ্ধার খোঁজ মিলল, যিনি নিজ হাতে ছবি এঁকে গোটা গ্রামকে সুন্দর গড়ে তুলতে বদ্ধপরিকর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ১২:০৩
Share: Save:
০১ ০৬
৯০ বছরের বৃদ্ধার নাম অ্যানেজকা (অ্যাগনেস) কাসপারকোভা। একসময় তিনি চেক রিপাবলিকের লৌকা গ্রামে কৃষির কাজে সাহায্য করতেন।

৯০ বছরের বৃদ্ধার নাম অ্যানেজকা (অ্যাগনেস) কাসপারকোভা। একসময় তিনি চেক রিপাবলিকের লৌকা গ্রামে কৃষির কাজে সাহায্য করতেন।

০২ ০৬
দক্ষিণ চেকের মোরাভিয়ান আর্টওয়ার্ক তাঁকে এই কাজে উদ্বুদ্ধ করেছিল।

দক্ষিণ চেকের মোরাভিয়ান আর্টওয়ার্ক তাঁকে এই কাজে উদ্বুদ্ধ করেছিল।

০৩ ০৬
কৃষিকাজের পাশাপাশি বরাবরই তাঁর ঝোঁক ছিল ছবি আঁকার দিকে। তবে ফ্লোরাল প্যাটার্নের ছবিতেই তিনি বিশেষ আগ্রহী ছিলেন।

কৃষিকাজের পাশাপাশি বরাবরই তাঁর ঝোঁক ছিল ছবি আঁকার দিকে। তবে ফ্লোরাল প্যাটার্নের ছবিতেই তিনি বিশেষ আগ্রহী ছিলেন।

০৪ ০৬
দিনরাত পরিশ্রম করেই গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়াল থেকে জানলা-দরজা সব জায়গাতেই ফুলের নকশা তৈরি করছেন অ্যানেজকা।

দিনরাত পরিশ্রম করেই গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়াল থেকে জানলা-দরজা সব জায়গাতেই ফুলের নকশা তৈরি করছেন অ্যানেজকা।

০৫ ০৬
এখন জগৎ জোড়া খ্যাতি তাঁর। তবে এ সব নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন অ্যাগনেস। বলছেন, ‘আমি কেবলই একজন আর্টিস্ট’।

এখন জগৎ জোড়া খ্যাতি তাঁর। তবে এ সব নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন অ্যাগনেস। বলছেন, ‘আমি কেবলই একজন আর্টিস্ট’।

০৬ ০৬
এই বয়সেও দিনরাত এক করে ছবি এঁকে চলেছেন। চেক মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাগনেস বলছেন, ‘এই কাজ আমাকে আনন্দ। আমার গ্রামকে সুন্দর করে গড়ে তুলতে চাই’।

এই বয়সেও দিনরাত এক করে ছবি এঁকে চলেছেন। চেক মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাগনেস বলছেন, ‘এই কাজ আমাকে আনন্দ। আমার গ্রামকে সুন্দর করে গড়ে তুলতে চাই’।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE