Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৯ জানুয়ারি ২০২২ ই-পেপার

সমাজ

লন্ডন ফ্যাশন উইক-এ হাঁটলেন ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে’

সং‌বাদ সংস্থা
২৪ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৩
বছর ষোলোর ফরাসি মডেল থিলান ব্লন্ডি।

‘বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে’ হিসাবেই পরিচিত থিলান।
Advertisement
সম্প্রতি লন্ডন ফ্যাশন উইকে র্যারম্পে হাতেখড়ি হল তাঁর।

বিখ্যাত টমি হিলফিগার ব্র্যান্ডের শো স্টপার হয়েছিল থিলান।
Advertisement
তবে মডেলিংয়ের কাজ প্রথম নয়। মাত্র ৪ বছর বয়স থেকেই এই কাজে হাত পাকিয়েছে থিলান। সেই সময় বিখ্যাত ফরাসি ডিজাইনার জেন পল গাল্টিয়ারের শো স্টপার হয়েছিল থিলান। সেই সময় থেকেই ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে’ নামে বিখ্যাত হয় সে।

১০ বছর বয়সে ‘ভোগ’ ম্যাগাজিনের ফোটোশুট করেছিলেন থিলান। তবে সেই শুট নিয়ে বিতর্কও কম হয়নি।

ফুটবল প্লেয়ার প্যাট্রিক ব্লন্ডি এবং অভিনেত্রী ভেরোনিকা লউব্রির মেয়ে থিলান।

এই বয়সেই তাঁর ঝুলিতে রয়েছে ‘বেলি অ্যান্ড সিবাস্টিয়ান: দ্য অ্যাডভেঞ্চার কন্টিনিউস’ এর মতো সিনেমাও।