Advertisement
২৭ এপ্রিল ২০২৪

এশিয়া কাপের ফাইনালে কেদার-ভুবি-বুমরাদের বোলিংয়ের মোড় ঘোরানো ছয় মুহূর্ত

মহম্মদ মিঠুনকে রান আউট করলেন জাডেজা। ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ফিল্ডিং। নেপথ্যে ‘ক্যাপ্টেন কুলের’ মস্তিষ্ক। জাডেজা বল ছুড়ছিলেন তাঁর দিকে। ধোনি ইশারায় বলেন, নন-স্ট্রাইকার প্রান্তে ছুড়তে।  

স্টাস্প আউট হচ্ছেন লিটন দাস। ছবি পিটিআই

স্টাস্প আউট হচ্ছেন লিটন দাস। ছবি পিটিআই

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৯
Share: Save:

ওভার ২৬.৫

বাংলাদেশের প্রধান ভরসা মুশফিকুরকে তুলে নিলেন কেদার যাদব। খাটো লেংথের বল পুল মারতে গেলেন মুশফিক। কিন্তু কেদারের মন্থর গতিতেই ঠকে গেলেন। বাউন্ডারিতে ক্যাচ বুমরার।

ওভার ২৭.৬

মহম্মদ মিঠুনকে রান আউট করলেন জাডেজা। ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ফিল্ডিং। নেপথ্যে ‘ক্যাপ্টেন কুলের’ মস্তিষ্ক। জাডেজা বল ছুড়ছিলেন তাঁর দিকে। ধোনি ইশারায় বলেন, নন-স্ট্রাইকার প্রান্তে ছুড়তে।

ওভার ৩২.২

বুমরার দুরন্ত ক্যাচ। ডান দিকে দৌড়ে গিয়ে স্লাইড করে গিয়ে দু’হাতে তালুবন্দি করে নিলেন বাংলাদেশের আর এক ব্যাটিং স্তম্ভ মাহমুদুল্লাকে। বোলার সেই কুলদীপ। ১২০-০ থেকে বাংলাদেশ মুহূর্তে ১৫১-৫।

ওভার ৪০.৬

ভারতের দিক থেক ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। লিটন দাস একা টানছিলেন দলকে। কুলদীপের বলে সামান্য পা উঠতেই দুরন্ত ক্ষিপ্রতায় স্টাম্প করলেন ধোনি। রিপ্লে দেখে রায় দেন টিভি আম্পায়ার।

ওভার ৪২.৫

দ্রুত রান তুলবেন বলে ব্যাটিং অর্ডারে নিজেকে উপরে তুলে আনেন মাশরফি। একটি ছক্কা হাঁকান তিনি। তার পরেই কুলদীপের বলে স্টাম্পড। এ বার আর টিভি আম্পায়ারের রায়েরও দরকার পড়ল না।

ওভার ৪৮.১

ফের আসরে ধোনি। আরও একটি রান আউট। আবারও টিভি রিপ্লে দেখে আউট দিতে হল। লং অন থেকে রায়ডুর দুরন্ত থ্রো। সৌম্য সরকার মরিয়া চেষ্টা করেও ধোনির ক্ষিপ্রতার কাছে হার মানলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Asia Cup 2018 India Bangladesh Dubai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE