Advertisement
২৭ এপ্রিল ২০২৪
আজ শুরু যুক্তরাষ্ট্র ওপেন

সেরেনাকে আটকানোর মতো কাউকে দেখছি না

যুক্তরাষ্ট্র ওপেনে সবার ফোকাস সেরেনা উইলিয়ামসের ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম। চারটে গ্র্যান্ড স্ল্যাম সেরেনা আগেও জিতেছে। কিন্তু এক বছরে চারটে গ্র্যান্ড স্ল্যাম জেতা বিরাট কৃতিত্ব। টেনিসের মাউন্ট এভারেস্ট।

বরিস বেকার
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ০২:৩৬
Share: Save:

যুক্তরাষ্ট্র ওপেনে সবার ফোকাস সেরেনা উইলিয়ামসের ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম। চারটে গ্র্যান্ড স্ল্যাম সেরেনা আগেও জিতেছে। কিন্তু এক বছরে চারটে গ্র্যান্ড স্ল্যাম জেতা বিরাট কৃতিত্ব। টেনিসের মাউন্ট এভারেস্ট। বড় অঘটন কিছু না হলে যে কৃতিত্ব স্পর্শ করার দৌড়ে ওর দিকেই পাল্লা ভারি। তবে চ্যালেঞ্জও থাকছে। স্লোয়ান স্টিফেন্স, অ্যাগনিয়েস্কা রাদওয়ানস্কা, মারিয়া শারাপোভা। কিন্তু হালফিলে সেরেনার বিরুদ্ধে কেউই জ্বলে উঠতে পারেনি। সেরেনা দর্শকদের সমর্থনও পাবে। নিউ ইয়র্কে যেটার বাড়তি গুরুত্ব আছে।

এখানে পরিবেশটা উপভোগ করা খুব গুরুত্বপূর্ণ। যেটা খুব ভাল পারে নোভাক জকোভিচ। প্রস্তুতি সেরে ও এখন তরতাজা। শীর্ষ বাছাই হিসেবে লড়তে প্রস্তুত। বছরটাও ওর জন্য ভাল কেটেছে। তিনটে গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনালে উঠেছে। এ বার দারুণ ভাবে বছরের শেষটা সারার জন্য ও মুখিয়ে রয়েছে। তবে নোভাককে চ্যালেঞ্জও কম সামলাতে হবে না। অ্যান্ডি মারে দারুণ প্রস্তুতি নিয়ে নামছে। সঙ্গে দুরন্ত মরসুম কাটানো স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা। পাশাপাশি রাফায়েল নাদাল আর রজার ফেডেরারের মতো গ্রেট আছে। দ্বিতীয় জনের তো এই নিয়ে ১৬ নম্বর যুক্তরাষ্ট্র ওপেন। ভাবা যায়! এ বারের উইম্বলডন ফাইনালিস্টকে নিয়ে আগাম কিছু বলবে এমন সাধ্য কার। নাদালের বছরটা খুব ভাল যায়নি। নোভাকের সঙ্গে ওর কোয়ার্টার ফাইনালে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০৪ থেকে এই প্রথম মরসুমে গ্র্যান্ড স্ল্যাম খরা কাটানোর চেষ্টায় থাকবে নাদাল।

তবে মনে রাখতে হবে সাম্প্রতিক অতীতে এই টুর্নামেন্টের চমক কিন্তু বাকিদের ছাপিয়ে গিয়েছে। তা সে খুয়ান মার্টিন দেল পোত্রো হোক বা গত বারের চ্যাম্পিয়ন মারিন চিলিচ। ময়দান খোলা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE