Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Shimron Hetmyer

হেটমায়ারের দুরন্ত সেঞ্চুরি, ৩২২ রানের চ্যালেঞ্জের মুখে বিরাটের ভারত

টেস্ট সিরিজে ০-২ হারের পর একদিনের সিরিজের শুরুটা ভালই করল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেলের মতো মহাতারকা না থাকা সত্ত্বেও আগাগোড়া ইতিবাচক দেখাল ক্যারিবিয়ানদের।

সেঞ্চুরির পর হেটমায়ার। রবিবার গুয়াহাটিতে। ছবি: এপি।

সেঞ্চুরির পর হেটমায়ার। রবিবার গুয়াহাটিতে। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ১৮:২৩
Share: Save:

শিমরন হেটমায়ারের আক্রমণাত্মক সেঞ্চুরির সুবাদে তিনশো পেরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। গুয়াহাটির বর্ষাপাড়ায় সিরিজের প্রথম ওয়ানডে জিততে হলে ভারতকে করতে হবে ৩২৩ রান।

টেস্ট সিরিজে ০-২ হারের পর একদিনের সিরিজের শুরুটা ভালই করল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেলের মতো মহাতারকা না থাকা সত্ত্বেও আগাগোড়া ইতিবাচক দেখাল ক্যারিবিয়ানদের। টস হেরে ব্যাট করতে নেমে তিনশোর বেশি রান তাড়ার চ্যালেঞ্জ দেওয়াতেই যা প্রতিফলিত।

ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিংকে চুরমার করলেন হেটমায়ার। ৪১ বলে পঞ্চাশের পর ৭৪ বলে পৌঁছলেন সেঞ্চুরিতে। ৯৮ থেকে শতরানে এলেন মহম্মদ শামিকে ছক্কা মেরে। শেষ পর্যন্ত ফিরলেন ৭৮ বলে ১০৬ রানে। রান পেলেন কিয়েরন পাওয়েল (৫১), অধিনায়ক জেসন হোল্ডার (৩৮), শাই হোপরাও (৩২)। অসমাপ্ত নবম উইকেটে কেমার রোচ আর দেবেন্দ্র বিশু যোগ করলেন ৪৪ রান। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩২২ তুলল ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: কনুইয়ে চিড়, এল ক্লাসিকোয় নামতে পারছেন না মেসি​

আরও পড়ুন: অভিষেকের দিন ঋষভের হাতে ওডিআই ক্যাপ কে তুলে দিলেন জানেন?

সৌজন্য। আউট হওযার পর হেটমায়ারকে অভিনন্দন ভারতের অধিনায়ক বিরাট কোহালির। ছবি: এপি।

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম যুজভেন্দ্র চাহল। তিনি ৪১ রানে নিলেন তিন উইকেট। আর এক স্পিনার রবীন্দ্র জাডেজা ৬৬ রানে নিলেন দুই উইকেট। দুই উইকেট নিলেও মহম্মদ শামির একদিনের ক্রিকেটে ফেরা সুখের হল না। তিনি দিলেন ৮১ রান। বাঁ-হাতি পেসার খলিল আহমেদ ৬৪ রানে নিলেন এক উইকেট। উমেশ যাদব ৬৪ রান দিলেও উইকেট পাননি।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE