Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Diego Maradona

মারাদোনার সম্পত্তির মালিকানা নিয়ে বিবাদ

গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক প্রয়াণ হয় মারাদোনার। তার পরেই শিরোনামে উঠে আসেন মোরলা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ০৫:০৪
Share: Save:

দিয়েগো আর্মান্দো মারাদোনার প্রয়াণের মাত্র দশ দিনের মধ্যেই তাঁর সম্পত্তির মালিকানা নিয়ে শুরু হয়ে গেল তিক্ততা। আর্জেন্টিনার একটি সংবাদপত্রর প্রতিবেদন অনুযায়ী, কিংবদন্তি ফুটবলারের জনপ্রিয় কয়েকটি ব্র্যান্ড নিয়েই শুরু হয়েছে দিয়েগোর দুই মেয়ে এবং ব্যক্তিগত আইনজীবী মাতিয়াস মোরলার গন্ডগোল।

গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক প্রয়াণ হয় মারাদোনার। তার পরেই শিরোনামে উঠে আসেন মোরলা। তিনি প্রকাশ্যে দাবি করেন, মারাদানোর মৃত্যু কতটা স্বাভাবিক অথবা তার জন্য তাঁর দেখভালের দায়িত্বে থাকা নার্স এবং চিকিৎসকদের গাফিলতি কতটা, তা নিরপেক্ষ ভাবে তদন্ত করা দরকার। পরে বুয়েনোস আইরেসের পুলিশ শুরু করে তদন্ত। জেরার মুখে পড়তে হয়েছিল ব্যক্তিগত চিকিৎসক লিয়োপোল্দো লুকে-কে। এ বার তাঁকে নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

‘এল টেন’, ‘মারাদোনা’, ‘এল দিয়েগো’, ‘দিয়েগোল’ নামক ৫৪টি ব্র্যান্ড চালায় মোরলার সংস্থা। এবং সব ক’টিরই যাবতীয় আইনি অধিকার রয়েছে সেই সংস্থার হাতে। মারাদোনার দুই মেয়ে দালমা এবং জিয়ানিয়া এখন বাবার নামাঙ্কিত ‘ব্র্যান্ড’ উদ্ধার করতে মোরলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর। মোরলার সংস্থার পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে, তারা দুই মেয়েকে কোনও অধিকারই ছাড়তে রাজি নয়। ফলে আদালতের দ্বারস্থ হয়ে দালমারা এই প্রমাণ চান যে, সত্যিই এ ব্যাপারে যাবতীয় অধিকার মারাদোনা তাঁর আইনজীবীরসংস্থার হাতে তুলে দিয়েছিলেন কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diego Maradona footballer football Property
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE