Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জকোভিচের অর্ধে নেই ফ্যাব ফোরের বাকি তিন

হপ্তাতিনেক গড়াতে না গড়াতেই রোলাঁ গারোর উলটপুরান উইম্বলডনে! টাটকা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের গুঁতোগুঁতিতে ফরাসি ওপেনে বিশ্বের দুই নম্বর ফেডেরার ড্রয়ের এক দিকে পড়েছিলেন। অন্য অর্ধে ছিলেন ফ্যাব ফোরের বাকি তিন— জকোভিচ, নাদাল, মারে।

দুই টেনিস সুন্দরী। উইম্বলডন শুরুর আগে কেনসিংটনে ডব্লিউটিএ ডিনারে মারিয়া শারাপোভা এবং ইউজেনি বুশার্ড। ছবি: এএফপি।

দুই টেনিস সুন্দরী। উইম্বলডন শুরুর আগে কেনসিংটনে ডব্লিউটিএ ডিনারে মারিয়া শারাপোভা এবং ইউজেনি বুশার্ড। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০৩:৩৯
Share: Save:

হপ্তাতিনেক গড়াতে না গড়াতেই রোলাঁ গারোর উলটপুরান উইম্বলডনে!

টাটকা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের গুঁতোগুঁতিতে ফরাসি ওপেনে বিশ্বের দুই নম্বর ফেডেরার ড্রয়ের এক দিকে পড়েছিলেন। অন্য অর্ধে ছিলেন ফ্যাব ফোরের বাকি তিন— জকোভিচ, নাদাল, মারে।

সোমবার শুরু উইম্বলডনে সেই সুবিধে জুটেছে বিশ্বের এক নম্বর জকোভিচের। আর বিশ্বের সবচেয়ে মর্যাদামণ্ডিত গ্র্যান্ড স্ল্যামের ক্রীড়াসূচিতে অন্য অর্ধে ভিড় ফেডেরার, মারে, নাদালের।

ফলে ফাইনালের আগে শীর্ষ বাছাই এবং গতবারের চ্যাম্পিয়ন জকোভিচকে তিন মহাতারকার কারও চ্যালেঞ্জের সামনে পড়তে হবে না। যেখানে দ্বিতীয় বাছাই এবং গতবারের রানার আপ ফেডেরারকে এ বার ফাইনালে উঠতে সেমিফাইনালে মারেকে হারাতে হতে পারে। এমনকী কোয়ার্টার ফাইনালে খেলতে হতে পারে নাদালের বিরুদ্ধে। দশম বাছাই নাদালকে অবশ্য তার আগে চতুর্থ রাউন্ডেই পড়তে হতে পারে ডেভিড ফেরারের চ্যালেঞ্জের সামনে ।

জকোভিচের আবার সেখানে সেমিফাইনাল প্রতিপক্ষ হতে পারেন ওয়ারিঙ্কা। যাঁর বিরুদ্ধেই এ মাসের গোড়ায় ফরাসি ওপেন ফাইনাল হেরেছেন টেনিসের জোকার।

মেয়েদের সিঙ্গলসে সেরেনা উইলিয়ামস বনাম মারিয়া শারাপোভা মহালড়াই সেমিফাইনালে হতে পারে। যেহেতু দু’জনই ড্রয়ের একই অর্ধে পড়েছেন। শীর্ষ বাছাই সেরেনা চ্যাম্পিয়ন হতে পারলে আগামী দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার ‘সেরেনা স্ল্যাম’ পূর্ণ করবেন। উইম্বলডন খেতাব পেলে তিনি উপর্যুপরি চারটে গ্র্যান্ড স্ল্যামই চ্যাম্পিয়ন হবেন। গতবারের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় বাছাই পেত্রা কিভিতোভা অন্য অর্ধে রয়েছেন। সেমিফাইনালে তাঁর সম্ভাব্য লড়াই সিমোনা হালেপের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Djokovic Murray Nadal Federer Wimbledon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE