Advertisement
২৭ এপ্রিল ২০২৪

স্বপ্নপূরণ হল, বলছেন বিজয়-রাহুল

সানরাইজার্স হায়দরাবাদ দলের আর এক তারকা ভুবনেশ্বর কুমার বলেছেন, ‘‘বিশ্বকাপের দলে নির্বাচিত হয়েছি, সেটা আমার কাছে সব চেয়ে ভাল খবর। ইংল্যান্ডের মাটিতে বল করতে আমি ভালবাসি। আশা করছি, এ বারও কাউকে হতাশ করব না।’’

 ছন্দে: আইপিএলে ৩৩৫ রান করেছেন রাহুল। পিটিআই

ছন্দে: আইপিএলে ৩৩৫ রান করেছেন রাহুল। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ০৪:৪৭
Share: Save:

সম্ভাবনা ছিলই। সোমবার বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পাকা করার পরে বিজয় শঙ্কর বলে দিলেন, তাঁর স্বপ্নপূরণ হল।

সোমবার সানরাইজার্স হায়দরাবাদ দলের অফিসিয়াল টুইটারে একটি ভিডিয়ো পোসট করেছেন এই ডান হাতি অলরাউন্ডার। বিজয় সেখানে বলেছেন, ‘‘ভারতীয় বিশ্বকাপ দলে জায়গা পেলাম। এর চেয়ে বড় আনন্দের খবর আর কী হতে পারে।’’

সেখানেই না থেমে বিজয় আরও বলেছেন, ‘‘আমার মতো ক্রিকেটারের কাছে এটা স্বপ্নপূরণের মতো। আমাদের এই সানরাইজার্স হায়দরাবাদ দলে বেশ কয়েকজন এমন ক্রিকেটার রয়েছেন, যাঁরা বিশ্বকাপে খেলেছেন। তাঁদের সঙ্গে কথা বলে অনুভব করেছি, বিশ্বকাপে খেলার উপলব্ধি কেমন হতে পারে।’’

আরও পড়ুন: রায়ুডু-পন্থ নয়, বিশ্বকাপের বিমানে উঠছেন কার্তিক-শঙ্কর-রাহুল

যোগ করেছেন, ‘‘অনেক বড় ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুমে এক সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি এবং কাটাচ্ছি। তাঁদের পরামর্শ নিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটাকেই কাজে লাগাতে চাই বিশ্বকাপের মঞ্চে।’’

সানরাইজার্স হায়দরাবাদ দলের আর এক তারকা ভুবনেশ্বর কুমার বলেছেন, ‘‘বিশ্বকাপের দলে নির্বাচিত হয়েছি, সেটা আমার কাছে সব চেয়ে ভাল খবর। ইংল্যান্ডের মাটিতে বল করতে আমি ভালবাসি। আশা করছি, এ বারও কাউকে হতাশ করব না।’’ তিনি আরও বলেছেন, ‘‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাব। সেখানে নিজের বোলিংকে আরও তীক্ষ্ণ করে তুলতে হবে।’’ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং সানরাইজার্স দলের অন্যতম মেন্টর ভি ভি এস লক্ষ্মণ বলেছেন, ‘‘ভারতীয় দলের ভারসাম্য এ বার খুবই ভাল হয়েছে। আমি বিশ্বাস করি, কোহালিরা বিশ্বকাপ জয়ের অন্যতম সেরা দাবিদার। আশা করি, আমাদের স্বপ্ন ওবার সার্থক করবেন কোহালিরা।’’ লক্ষ্মণ আশাবাদী, এ বার বিশ্বকাপে সফল হবেন ভুবনেশ্বর এবং বিজয়। তিনি বলেছেন, ‘‘নেটে দুজনেই যে ভাবে কঠোর অনুশীলনে ডুবে থাকে, তার ইতিবাচক ফল অবশ্যই পাওয়া যাবে বিশ্বকাপে। আমি মনে করি, ওরা আমাদের প্রত্যাশা পূর্ণ করবে।’’

উল্লসিত কিংস ইলেভেন পঞ্জাব দলের ওপেনার কে এল রাহুলও। তিনিও দলের অফিসিয়াল টুইটারে পোস্ট করা একটি ভিডিয়োতে বলেছেন, ‘‘বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার পরেই প্রচুর শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন করেছেন। তাঁদের প্রত্যাশা পূরণ করতেই হবে। নিজেকে সে ভাবেই তৈরি করার চেষ্টা করতে হবে বাকি সময়ের মধ্যে।’’ সেখানেই না থেমে রাহুল আরও বলেছেন, ‘‘আমি এবং আমার পরিবারের কাছে এর চেয়ে সুখের মুহূর্ত আর কিছি হতে পারে না। এগারো বছর বয়স থেকে ক্রিকেট শুরু করেছিলাম এ দিনটার জন্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE