Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ধোনির বায়োপিক দেখো, রজারকে পরামর্শ ফ্যানদের

সাংহাই মাস্টার্স ওপেন টেনিস খেলতে যাওয়ার পথে ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক টুইটারে জানতে চান, এই সফরে কী ধরনের সিনেমা দেখা উচিত, সেই পরামর্শ চান ভক্তদের থেকে।

রজার ফেডেরার।—ছবি রয়টার্স।

রজার ফেডেরার।—ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ০৪:৩৯
Share: Save:

প্রিমিয়ার টেনিস লিগ খেলতে তিনি এসেছেন ভারতে। কিন্তু কিংবদন্তি টেনিস তারকা রজার ফেডেরার যে বলিউডের সিনেমা দেখতে পছন্দ করেন, সে খবর কে-ই বা জানতেন!

সাংহাই মাস্টার্স ওপেন টেনিস খেলতে যাওয়ার পথে ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক টুইটারে জানতে চান, এই সফরে কী ধরনের সিনেমা দেখা উচিত, সেই পরামর্শ চান ভক্তদের থেকে। বিশেষ করে বলিউডের সিনেমা। তিনি টুইট করেন, ‘‘বলিউডের কোন ধরনের সিনেমা দেখব, তা কি কেউ জানাতে পারেন?’’

তাঁর এই টুইটের পরেই সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ভক্তদের তরফে পরামর্শ দেওয়ার ঢল নামে। অভিষেক মৌর্ষ নামে এক টুইটার হ্যান্ডলার পরামর্শ দেন, ‘‘এমএস ধোনির বায়োপিক দেখতে পারেন। খুবই অনুপ্রেরণামূলক কাহিনি। এই সিনেমা দেখলে আপনি আমাদের ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের লড়াই দেখতে পাবেন। ধোনির হাত ধরেই ভারত বিশ্বকাপ জিতেছিল। আমার বিশ্বাস, এই সিনেমা আপনার খুব ভাল লাগবে।’’ আর এক টুইটার হ্যান্ডলার বলেছেন, ‘‘এমএস ধোনি—অ্যান আনটোল্ড স্টোরি সিনেমা দেখলে একজন ক্রীড়াবিদ হিসেবে আপনি হয়তো নিজের জীবনের সঙ্গে আমাদের অধিনায়কের লড়াইয়ের অনেক সাদৃশ্য খুঁজে পাবেন।’’ অন্য এক টুইটার হ্যান্ডলারের পরামর্শ, ‘‘ধোনির বায়োপিক অবশ্যই দেখুন। এই সিনেমা নিশ্চয়ই ভাল লাগবে।’’

তবে শুধু ধোনির বায়োপিকেই থেমে থাকেনি রজার-ভক্তদের পরামর্শ। মোহন উজল নামক এক টুইটার হ্যান্ডলার বলেছেন, ‘‘বলিউডের চারটি ছবি দেখার পরামর্শ দিচ্ছি। শোলে—যে সিনেমা অবশ্যই দেখবেন। লগান—এর সঙ্গে ক্রিকেট এবং সামাজিক ইতিহাসের দারুণ মিশ্রণ রয়েছে। যোধা আকবর—ঐতিহাসিক প্রেক্ষাপটে এক মিষ্টি প্রেমের সিনেমা এবং দঙ্গল—এক মহিলা কুস্তিগিরের উঠে আসার বাস্তব লড়াইয়ের গল্প।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tennis Roger Federer Mahendra Singh Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE