Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Ian Chappell

বল-বিকৃতি বৈধ করো, মত ইয়ানের

এর আগে শোনা গিয়েছিল, আইসিসিও বল-বিকৃতি করার ব্যাপারে ছাড় দিতে পারে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মে ২০২০ ০৪:৫৩
Share: Save:

করোনাভাইরাসের জেরে নিষিদ্ধ হয়ে যেতে পারে থুতু ও ঘাম দিয়ে বল পালিশের প্রক্রিয়া। যে কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে, বোলাররা বলের এক দিকে পালিশ ঠিক রেখে সুইং করাবেন কী করে? অনেকেই অনেক রাস্তার কথা বলেছেন। কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের পরামর্শ, ‘‘বলের ওজন এক দিকে বাড়িয়ে দেওয়া হোক।’’ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল মনে করেন, এই সমস্যার সমাধান করতে বল-বিকৃতিকে বৈধ ঘোষণা করা উচিত আইসিসি-র।

এর আগে শোনা গিয়েছিল, আইসিসিও বল-বিকৃতি করার ব্যাপারে ছাড় দিতে পারে। চ্যাপেল একটি ক্রিকেট ওয়েবসাইটে তাঁর কলামে লিখেছেন, ‘‘এখন ক্রিকেট বন্ধ। তাই এটাই হল পরীক্ষা-নিরীক্ষা করার আদর্শ সময়। থুতু বা ঘাম দিয়ে বল পালিশ করাটা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হবে। তাই বোলারদের অন্য ভাবে বলের পালিশ ধরে রাখার চেষ্টা করতে হবে।’’এর আগে চ্যাপেল সুপারিশ করেছিলেন, অধিনায়কদের থেকে জানতে চাওয়া হোক বোলাররা কী ব্যবহার করে বলের পালিশ ঠিক রাখতে চায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ian Chappell Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE