Advertisement
২৭ এপ্রিল ২০২৪

লা লিগা আর লিও মেসিদের বিচ্ছেদ ঘটাতে পারে কাতালান

লা লিগায় লিওনেল মেসি চলে যাবেন স্মৃতিতে। কাম্প ন্যু হবে ইতিহাস। এল ক্লাসিকো বলে কোনও ম্যাচই আর থাকবে না লা লিগার ক্যালেন্ডারে। আশ্চর্য মনে হলেও বাস্তবে ঘটতে পারে ব্যাপারগুলো। কাতালান স্বাধীন হলে এফসি বার্সেলোনা আর লা লিগার দল থাকবে না। অর্থাত্ স্প্যানিশ লিগে মেসিদের কোনও অস্তিত্বই থাকবে না। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেবাস বলছেন, ‘‘সে রকম পরিস্থিতি যদি হয়, তা হলে বার্সেলোনাকে লা লিগায় খেলতে দেওয়া হবে না কারণ আইন এটার বিরুদ্ধে।’’

সেল্টা ভিগো ম্যাচের প্রস্তুতি চলছে। ফেসবুকে নিজের ছবি পোস্ট করলেন মেসি।

সেল্টা ভিগো ম্যাচের প্রস্তুতি চলছে। ফেসবুকে নিজের ছবি পোস্ট করলেন মেসি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২০
Share: Save:

লা লিগায় লিওনেল মেসি চলে যাবেন স্মৃতিতে। কাম্প ন্যু হবে ইতিহাস। এল ক্লাসিকো বলে কোনও ম্যাচই আর থাকবে না লা লিগার ক্যালেন্ডারে।
আশ্চর্য মনে হলেও বাস্তবে ঘটতে পারে ব্যাপারগুলো। কাতালান স্বাধীন হলে এফসি বার্সেলোনা আর লা লিগার দল থাকবে না। অর্থাত্ স্প্যানিশ লিগে মেসিদের কোনও অস্তিত্বই থাকবে না। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেবাস বলছেন, ‘‘সে রকম পরিস্থিতি যদি হয়, তা হলে বার্সেলোনাকে লা লিগায় খেলতে দেওয়া হবে না কারণ আইন এটার বিরুদ্ধে।’’ এ মাসের শেষেই হতে চলেছে সংসদীয় নির্বাচন। যেখানে কাতালানের ভাগ্য নির্ধারণ হতে পারে। এবং যদি দেখা যায়, কাতালান স্পেন থেকে আলাদা হয়ে যাচ্ছে, তবে বার্সেলোনাকেও সরে যেতে হবে লা লিগা থেকে। তেবাস আরও যোগ করছেন, ‘‘স্পেনের ক্রীড়া আইনে বলা আছে বাইরের দেশ বলতে শুধু অ্যান্ডোরা থেকেই দল নিতে পারব লিগে।’’
তবে কাতালানের মানুষ প্রতিবাদ দেখালেও এই প্রসঙ্গে পুরোপুরি নিরপেক্ষ বার্সেলোনা। যারা কোনও রাজনৈতিক বিতর্কের মধ্যে জড়াতে চাইছে না। ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমিউ বলছেন, ‘‘আমরা কোনও কিছুর মধ্যে নেই। আমরা সেটাই সব সময় বলে এসেছি। সবার আলাদা আলাদা মনোভাব থাকে। শুনছি ভোটও নাকি দেওয়া হবে। আমরা এই ব্যাপারে পুরোপুরি নিরপেক্ষ।’’ কাতালান যদি স্পেনের থেকে আলাদা হয়ে যায় তা হলে শুধু মাত্র ক্ষতি লা লিগার নয়। স্পেনের জাতীয় দলেও আর খেলতে পারবেন না আন্দ্রে ইনিয়েস্তা, সের্জিও বুস্কেতস, জেরার পিকে, ইয়র্দি আলবার মতো তারকারা। লিওনেল মেসি, নেইমারের মতো ফুটবলার লা লিগার অন্যতম বিপণনের মুখ। কাতালানে লিগ হওয়া মানে বার্সা আর এস্প্যানিয়ল ছাড়া বাকি সব দল হবে আঞ্চলিক। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও কী করে খেলবে কাতালানের দল সেটা নিয়েও ধন্দ থেকেই যাচ্ছে।
এই সমস্ত বিতর্কে অবশ্য লক্ষ্যচ্যুত হচ্ছেন না আর্জেন্তিনার রাজপুত্র। সেল্টা ভিগোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লা লিগা ম্যাচের আগে নিজের ব্যক্তিগত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মেসি পোস্ট করেন, ‘‘আশা করছি খুব কঠিন একটা ম্যাচ। সেল্টা ভিগো লা লিগায় খুব ভাল শুরু করেছে।’’

মেসি দারুণ ফর্মে থাকলেও লুইস এনরিকের মাথাব্যথা আবার পেনাল্টি নিয়ে। দুর্দান্ত সব গোল করলেও পেনাল্টি স্পটে গিয়ে মেসির ভাগ্যে অধিকাংশ সময় ব্যর্থতাই জুটছে। শেষ ম্যাচে লেভান্তের বিরুদ্ধেও একটা পেনাল্টি ফস্কান এলএম টেন। এনরিকে ‘‘এতে অন্তত বোঝা যায় যে মেসিও মানুষ,’’ বলে উড়িয়ে দিলেও ক্লাব সূত্রের খবর, পেনাল্টি স্পটে মেসির ফর্ম যদি ভাল না হয়, তা হলে হয়তো আর তাঁকে এর পর কিক নিতে দেওয়া হবে না। ম্যাচের আগে আবার সেল্টার প্রাক্তন ও বার্সার বর্তমান কোচ এনরিকে দুরন্ত লড়াইয়ের আশায়, ‘‘যদি আনন্দ পেতে হয়, তা হলে সেল্টার ম্যাচ দেখা উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE