Advertisement
২৭ এপ্রিল ২০২৪

আজলান শাহ হকিতে এগিয়েও ড্র ভারতের

আজলান শাহ হকি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ব্রিটেনের বিরুদ্ধে জয় হাতছাড়া করল ভারত। ম্যাচের ফল ২-২।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:৩৬
Share: Save:

আজলান শাহ হকি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ব্রিটেনের বিরুদ্ধে জয় হাতছাড়া করল ভারত। ম্যাচের ফল ২-২।

টুর্নামেন্টে উদ্বোধনের দিনে বজ্রপাত-সহ প্রবল বৃষ্টি হওয়ায় এ দিন ম্যাচ শুরু হয়েছিল নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পরে। প্রথম কোয়ার্টারে ম্যাচের ফল গোলশূন্য হলেও দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আকাশদীপ সিংহের গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু সেই গোল ধরে রাখতে পারেনি অল্টম্যান্সের ছেলেরা। মিনিট ছ’য়েক পরেই সেই গোল শোধ করে দেন ব্রেটেনের টম কার্সন। চতুর্থ কোয়ার্টারে ভারতকে ফের এগিয়ে দেন মনদীপ সিংহ। কিন্তু এ বারও এগিয়ে গিয়ে ফের গোল হজম করে ভারত। গোল করে যান বিপক্ষের অ্যালান ফোরসিথ। ম্যাচের শেষ লগ্নে ব্রিটেন পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারলে ম্যাচ হেরে ফিরতে হত ভারতীয়দের। এর আগে দু’দলের শেষ সাক্ষাতে গত বছর লন্ডনে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রিটেনকে হারিয়েছিল ভারত।

এ দিন ম্যাচ ড্র করে ক্ষুব্ধ ভারতের কোচ অল্টম্যান্স। তিনি বলেন, ‘‘দলের খেলায় খুশি নই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hockey Sultan Azlan Shah Cup India Great Britain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE