Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঋষভের অভাব ভোগাবে, ধারণা সৌরভের

আইপিএল চলাকালীনই কাঁধে চোট পান অলরাউন্ডার কেদার যাদব। বিশ্বকাপের আগে তিনি ফিট হতে পারবেন কি না বলা যাচ্ছে না। তবে তাঁর জায়গায় কি ঋষভের সুযোগ পাওয়া উচিত?

চর্চায়: আইপিএলে ছন্দে থাকলেও বিশ্বকাপ দলে নেই ঋষভ। ফাইল চিত্র

চর্চায়: আইপিএলে ছন্দে থাকলেও বিশ্বকাপ দলে নেই ঋষভ। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ০৪:৩৪
Share: Save:

আইপিএলে ১৬ ম্যাচে ৪৮৮ রান করেছেন ঋষভ পন্থ। কিন্তু ভারতের বিশ্বকাপ দলে তাঁর জায়গা হয়নি। যদিও আইপিএল চলাকালীনই বিশ্বকাপ দল ঘোষণা করে দেওয়া হয়। যেখানে পন্থকে না নিয়ে সুযোগ দেওয়া হয় দীনেশ কার্তিককে। কিন্তু প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, বিশ্বকাপে পন্থের অভাব অনুভব করবে ভারত।

আইপিএল চলাকালীনই কাঁধে চোট পান অলরাউন্ডার কেদার যাদব। বিশ্বকাপের আগে তিনি ফিট হতে পারবেন কি না বলা যাচ্ছে না। তবে তাঁর জায়গায় কি ঋষভের সুযোগ পাওয়া উচিত?

সোমবার সিএবি-তে সৌরভ বলেন, ‘‘কেদার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছে কারণ ওর যোগ্যতা রয়েছে। একজন ক্রিকেটার চোট পেয়েছে, সে ফিট হবে কি না তা না জানার আগে কোনও মন্তব্য করতে চাই না। তবে আমি চাই দ্রুত সুস্থ হয়ে বিশ্বকাপ খেলুক কেদার।’’ এখানেই না থেমে তিনি আরও বলে দেন, ‘‘বিশ্বকাপে ঋষভের অভাব অনুভব করবে ভারত। কার জায়গায় জানি না। তবে এটা হতে চলেছে।’’

দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার মরসুমেই প্লে-অফ খেলে তাঁদের দল। সাত বছর পরে প্রথম চার দলের মধ্যে জায়গা করে নিতে পেরেছেন শিখর ধওয়নরা। কিন্তু সৌরভ এই ফলে খুশি হতে পারেননি। বলছিলেন, ‘‘মানছি আমরা অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছি। কিন্তু ফাইনালে তো যেতে পারলাম না। ফাইনাল তো খেলল অন্য দু’টো দল। তবে ছেলেরা চেষ্টা করেছে।’’

সিএবি প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, দুই সেরা দলই ফাইনাল খেলার সুযোগ পেয়েছে। বলছিলেন, ‘‘ফাইনালে যে দুই সেরা দলের খেলা হয়েছে তা ম্যাচ দেখেই বোঝা গিয়েছে। শুধু সেরা দু’টি দলই নয়, দুই সেরা অধিনায়কের মধ্যে খেলা হয়েছে এ বারের ফাইনাল।’’

শেষ ওভারে লাসিথ মালিঙ্গাকে দিয়ে বল করানোর যে সাহস দেখিয়েছেন রোহিত শর্মা, তার প্রশংসা করে গেলেন সৌরভ। শেষ ওভার করতে আসার আগে তিন ওভারে ৪২ রান দিয়েছিলেন মালিঙ্গা। তবুও তাঁর হাতে আইপিএল ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব দিতে দ্বিধাবোধ করেননি রোহিত। সৌরভ জানিয়েছেন, মুম্বই অধিনায়কের এই সিদ্ধান্ত থেকে অনেক কিছু শেখার আছে। তাঁর কথায়, ‘‘অসাধারণ সিদ্ধান্ত। অতিরিক্ত চাপের মধ্যেও কী ভাবে নেতৃত্ব দিতে হয়, তা দেখিয়ে দিল রোহিত। এ ধরনের সিদ্ধান্ত থেকেই কিন্তু অনেক কিছু শেখার আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE