Advertisement
০৭ মে ২০২৪

জাকার্তায় এ বার আশা বেশি পদকের

জাকার্তা পালেমবাং-এ অনুষ্ঠিত এ বারের এশিয়ান গেমসে এ বার পদক সংখ্যায় ভারতীয় দল তা ছাপিয়ে যাবে, এমনই আশা শেফ দ্য মিশন ব্রিজভূষণ শরণ সিংহের।

জাকার্তা পালেমবাং-এ অনুষ্ঠিত এ বারের এশিয়ান গেমসে খেলোয়াড় ও কর্তা মিলিয়ে ৮০৪ জনের দল পাঠিয়েছে ভারত।

জাকার্তা পালেমবাং-এ অনুষ্ঠিত এ বারের এশিয়ান গেমসে খেলোয়াড় ও কর্তা মিলিয়ে ৮০৪ জনের দল পাঠিয়েছে ভারত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ০৪:৫৯
Share: Save:

বছরের শুরুতে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথ গেমসে তৃতীয় হয়েছিল ভারত। সেই সাফল্য শনিবার থেকে শুরু হওয়া এশিয়ান গেমসেও ধরে রাখতে মরিয়া ভারতীয় দল।

জাকার্তা পালেমবাং-এ অনুষ্ঠিত এ বারের এশিয়ান গেমসে খেলোয়াড় ও কর্তা মিলিয়ে ৮০৪ জনের দল পাঠিয়েছে ভারত। যার মধ্যে ৫৭২ জন খেলোয়াড়। চার বছর আগে ইঞ্চিয়ন এশিয়ান গেমসে ১১টি সোনা-সহ ৫৭টি পদক পেয়েছিল ভারত। এ বার পদক সংখ্যায় ভারতীয় দল তা ছাপিয়ে যাবে, এমনই আশা শেফ দ্য মিশন ব্রিজভূষণ শরণ সিংহের। সম্ভাব্য পদকজয়ীদের যে তালিকায় রয়েছেন হরিয়ানার ১৬ বছরের কিশোরী মনু ভাকের (শুটিং) থেকে নীরজ চোপড়া (জ্যাভলিন থ্রো), হিমা দাস (অ্যাথলেটিক্স), সুশীল কুমাররা (কুস্তি)।

চার বছর আগে হকিতে সোনা জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। এ বারও চ্যাম্পিয়ন হওয়ার সেই ধারা অক্ষুন্ন রাখতে চান ভারতীয় হকি দলের কোচ হরেন্দ্র সিংহ। বলছেন, ‘‘এশিয়ান গেমসে সোনা জিতলে অলিম্পিক্সের ছাড়পত্র মিলবে। সঙ্গে বছরের শেষে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ হকির আগে নতুন প্রেরণা পাবে ভারতীয় দল।’’

তবে এরই মাঝে গেমস ভিলেজের ঘর নিয়ে সন্তুষ্ট নয় অ্যাথলিটরা। যার মধ্যে রয়েছেন ভারতীয়রাও। তবে খাবারের মান নিয়ে সকলেই খুশি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় অ্যাথলিট বলছেন, ‘‘গেমস ভিলেজে ঘরগুলো ছোট। তবে সেগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা।’’

এ দিকে, টেনিস দল থেকে শেষ মুহূর্তে লিয়েন্ডার পেজ নাম তুলে নেওয়ায় বিব্রত ভারতীয় দল। ভারতের কোচ জিশান আলি বলছেন, ‘‘পদক জয়ের ক্ষেত্রে এটা ভারতীয় দলের কাছে একটা বড় ধাক্কা। লিয়েন্ডারের না থাকাটা অবশ্যই সমস্যা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE