Advertisement
২৭ এপ্রিল ২০২৪

পন্টিং-বার্তা ঋষভকে, শুধু রান করে যাও

বিশ্বকাপের দলে থাকার দৌড়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অম্বাতি রায়ডুও।

ঋষভ পন্থ। ছবি: এএফপি।

ঋষভ পন্থ। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০৬:১১
Share: Save:

বিশ্বকাপ নিয়ে বাড়তি চাপ নিতে ঋষভ পন্থকে নিষেধ করে দিচ্ছেন রিকি পন্টিং। বরং দিল্লি ক্যাপিটালসের কোচ জানিয়ে দিচ্ছেন, যত বেশি সম্ভব রান করো। তাতেই বাড়বে আত্মবিশ্বাস।

প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, ‘‘আমার কাছে দর্শনটা খুব স্পষ্ট। ক্রিকেটারদের বলে দিয়েছি, এখন আইপিএল চলছে। ফলে চেষ্টা করতে হবে দলকে বেশি সংখ্যক ম্যাচ জেতাতে। বাকি ব্যাপারগুলো নিয়ে এখন মাথা না ঘামালেও চলবে।’’

ভারতীয় দলের নতুন তারকা ঋষভ সম্পর্কে পন্টিংয়ের বিশ্লেষণ, ‘‘যদি ব্যক্তিগত ভাবে আমার মতামত জানতে চান তা হলে বলব, আমি ঋষভকে বিশ্বকাপের দলে দেখতে পাচ্ছি। তবে তার আগে আইপিএলে ওকে অনেক রান করতে হবে। যত ধারাবাহিক ভাবে বড় রান করতে পারবে, বিশ্বকাপের দলে ঋষভের জায়গা পাকা হয়ে যাবে। এই মুহূর্তে বিশ্বকাপ নিয়ে বেশি ভাবনাচিন্তা করার প্রয়োজন নেই।’’ বিশ্বকাপের দলে থাকার দৌড়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অম্বাতি রায়ডুও। তাঁকে নিয়ে ভাবছেন ধওনিদের দলের কোচ স্টিভন ফ্লেমিং। তিনি বলেছেন, ‘‘রায়ডুকে কোনও বিশেষ দায়িত্ব পালনের গণ্ডিতে আমি বেঁধে রাখিনি। ওকে নিজের মতো খেলার স্বাধীনতা দিয়েছি। এই স্বাধীনতা না দিলে ওর জড়তা কাটবে না।’’ ফ্লেমিং আরও যোগ করেছেন, ‘‘সিএসকে দলের সংস্কৃতিটা কিছুটা অন্য প্রকৃতির। এখানে ব্যর্থতাকে খুব বড় করে দেখা হয় না। বরং কেউ যাতে ব্যর্থতার জন্য বাদ পড়ার আতঙ্কে না ভোগে, তাকে চাঙ্গা রাখার চেষ্টা করা হয়।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE