
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
এক মিনিটের মধ্যেই অনিরুধের গোল, প্রথম ম্যাচেই জয় চেন্নাইয়িনের

আইএসএল-এর প্রথম ম্যাচে জিতল চেন্নাইয়িন এফসি। জামশেদপুরকে হারাল তারা। দলগত পারফরম্যান্সের নিদর্শন রাখল সাবা লাজলোর (চেন্নাইয়িন কোচ) দল।
প্রাক্তন চেন্নাইয়িন কোচ ওয়েন কোয়েল এখন জামশেদপুরের কোচ। পুরনো দলের কাছে ২-১ গোলে হারতে হল তাঁকে। খেলার শুরুতেই গোল করে চেন্নাইয়িনকে এগিয়ে দেন অনিরুধ থাপা। ৫৩ সেকেন্ডের মাথায় ডান দিক থেকে আসা ক্রসে জোরালো শট নেন থাপা। এ বারের আইএসএল-এ দ্রুততম গোল এটাই। বল জালে জড়িয়ে যায়। ব্যবধান বাড়ান ইসমা গনকাল্ভস। প্রথম গোলের পাসটিও তিনিই বাড়িয়ে ছিলেন। ২৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্যবধান বাড়ায় চেন্নাইয়িন।
First 🇮🇳 goal scorer of #HeroISL 2020-21 ✅
Fastest goal of the season so far ✅@AnirudhThapa 👏
Watch #JFCCFC LIVE on @DisneyplusHSVIP - https://t.co/9DzRToMnw6 and @OfficialJioTV.
For live updates 👉 https://t.co/U7dFv0EA33#ISLMoments #HeroISL #LetsFootball https://t.co/8Oy0CnulTg pic.twitter.com/mbHrzTiRFo— Indian Super League (@IndSuperLeague) November 24, 2020
প্রথমার্ধেই গোল শোধ করে জামশেদপুর। গত বারের গোল্ডেন বুট জয়ী নেরিজুস ভালস্কিসের গোলে ব্যবধান কমায় তারা। যদিও শেষ হাসি হাসতে পারেনি ওয়েন কোয়েলের দল। একাধিক সুযোগ পেয়েও চেন্নাইয়িন বাড়াতে পারেনি গোলের ব্যবধান। একটি গোল শোধ করার পর জামশেদপুর মরিয়া চেষ্টা করলেও জয়ের জন্য আসল কাজটা করতে ব্যর্থ। দু’বারের আইএসএল জয়ীদের বিরুদ্ধে যদিও দ্বিতীয়ার্ধে বেশ চাপ তৈরি করে ছিল জামশেদপুর।
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও খবর