Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ইটালি ফুটবলের জৌলুস ফেরাতে রোনাল্ডোকে চাই, মত আনচেলোত্তির

ফুটবল দুনিয়ার অন্যতম সেরা ম্যানেজার। ক্লাব ফুটবল কোচিংয়ের কিংবদন্তি। ম্যানেজার হিসেবে তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। দু’বার এ সি মিলানের হয়ে, এক বার রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করেন চেলসিকে। ফুটবলার হিসেবে এ সি মিলানের হয়ে দুটো লিগ খেতাব, দুটো ইউরোপিয়ান কাপ। ইটালির হয়ে খেলেছেন দুটো বিশ্বকাপ। বর্তমানে ইটালির ক্লাব নাপোলির ম্যানেজার। সেই কিংবদন্তি ম্যানেজার আর প্রাক্তন ফুটবলার কার্লো আনচেলোত্তি ইটালির নেপলস শহর থেকে ফোনে কনফারেন্স কলে কথা বললেন আনন্দবাজারের সঙ্গে।  

কার্লো আনচেলোত্তি

কার্লো আনচেলোত্তি

কৌশিক দাশ
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ০৪:৩৩
Share: Save:

ফুটবল দুনিয়ার অন্যতম সেরা ম্যানেজার। ক্লাব ফুটবল কোচিংয়ের কিংবদন্তি। ম্যানেজার হিসেবে তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। দু’বার এ সি মিলানের হয়ে, এক বার রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করেন চেলসিকে। ফুটবলার হিসেবে এ সি মিলানের হয়ে দুটো লিগ খেতাব, দুটো ইউরোপিয়ান কাপ। ইটালির হয়ে খেলেছেন দুটো বিশ্বকাপ। বর্তমানে ইটালির ক্লাব নাপোলির ম্যানেজার। সেই কিংবদন্তি ম্যানেজার আর প্রাক্তন ফুটবলার কার্লো আনচেলোত্তি ইটালির নেপলস শহর থেকে ফোনে কনফারেন্স কলে কথা বললেন আনন্দবাজারের সঙ্গে।

প্রশ্ন: ফুটবল ম্যানেজার হিসেবে আপনি কিংবদন্তি। কোচিং কেরিয়ারে আপনার শ্রেষ্ঠ প্রাপ্তি কী?

কার্লো আনচেলোত্তি: ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ প্রতিযোগিতা হল চ্যাম্পিয়ন্স লিগ। আমি ভাগ্যবান, তিন বার এই প্রতিযোগিতা জিততে পেরেছি। চ্যাম্পিয়ন্স লিগ জেতা মানে শ্রেষ্ঠত্বের সিংহাসনে আপনি বসে গেলেন।

প্র: চ্যাম্পিয়ন্স লিগেই তো আপনার দুঃস্বপ্নের হার হয়েছিল। যখন ২০০৫ সালের ফাইনালে আপনার দল এ সি মিলান ৩-০ এগিয়ে গিয়েও হেরে গিয়েছিল লিভারপুলের কাছে। কী অবস্থা হয়েছিল তখন?

আনচেলোত্তি: অনেকেই ভেবেছিলেন, আমরা বুঝি বিরতিতেই উৎসব করতে শুরু করেছিলাম। ব্যাপারটা মোটেই তা নয়। লিভারপুল দারুণ খেলে ফিরে এসেছিল। যা আমরা ভাবতে পারিনি। খুব কঠিন ছিল এর পরে দলকে উদ্দীপ্ত করা। কিন্তু এর পরে আমরা লিভারপুলকে হারিয়েওছিলাম।

প্র: ইটালির ফুটবল এখন পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। কত দূর প্রভাব ফেলবেন রোনাল্ডো?

আনচেলোত্তি: ইটালির ফুটবলে অবশ্যই রোনাল্ডোর মতো মহাতারকার দরকার ছিল। ও বিশ্বের অন্যতম সেরা, হয়তো বা এই সময়ের সেরা ফুটবলার। ইটালির ফুটবল বছর ১৫-২০ ধরে আর সেই জায়গায় নেই। রোনাল্ডোর মতো ফুটবলারই পারে ইটালি ফুটবলে জৌলুস ফিরিয়ে আনতে। ওর মতো ফুটবলারকেই আমাদের দরকার। রোনাল্ডো আসায় ইটালির ফুটবলের উন্নতিই হবে।

প্র: রোনাল্ডোহীন রিয়াল মাদ্রিদ তো চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল। আপনার পুরনো ক্লাব কবে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয়?

আনচেলোত্তি: সময় লাগবে। রোনাল্ডোর মতো ফুটবলারের বিকল্প তো সহজে পাওয়া যায় না। ও বছরে পঞ্চাশটার বেশি গোল করে। রিয়ালকে আবার নতুন করে দল গড়তে হবে। ভিনিসিয়াসের মতো তরুণদের তুলে আনতে হবে। আমার মনে হয়, বছর খানেকের মধ্যে রিয়াল আবার হারানো জায়গা ফিরে পাবে।

প্র: আপনি তো প্যারিস সাঁ জারমাঁকেও কোচিং করিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে কেন ওরা বারবার ব্যর্থ হয়?

আনচেলোত্তি: সত্যি, পিএসজি যে ভাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেল, তা মানা যায় না। প্রথম পর্বে জিতেও ওই ভাবে কেউ হারে নাকি? তবে একটা কথা বলব। চ্যাম্পিয়ন্স লিগ হল এমন একটা প্রতিযোগিতা যেখানে যা খুশি হতে পারে।

প্র: রোনাল্ডো আসার পরে ইটালিয়ান ফুটবলে এখন জুভেন্তাসের রাজত্ব চলছে। সেরি আ খেতাবও এ বার প্রায় জিতে নিয়েছে ওরা। কী ভাবে দেখছেন ব্যাপারটা?

আনচেলোত্তি: জুভেন্তাসের ক্ষমতা আছে প্রচুর অর্থ খরচ করে রোনাল্ডোদের মতো ফুটবলার আনার। যে কারণে ওরা বাকিদের চেয়ে এগিয়ে আছে। নাপোলিতে আমরা তরুণ ফুটবলারদের উপরে বিনিয়োগ করি। ফুটবলার তুলে আনার চেষ্টা করি। আমি মনে করি, জুভেন্তাসকেও হারানো সম্ভব। না হলে আর কোচিং করাব কেন? দু’-এক বছরের মধ্যে নাপোলিও কিন্তু খেতাব জয়ের দাবিদার হয়ে উঠবে।

প্র: আপনি আবার এত বছর পরে ই়টালিতে ফিরে এলেন কেন? তাও নাপোলির মতো ক্লাবে?

আনচেলোত্তি: ইটালীয় ভাষাটা বলতে পারব বলে (হাসি)। মজা নয়, ফুটবলারদের সঙ্গে মাতৃভাষায় কথা বললে মনের ভাবটা ভাল বোঝানো যায়। তা ছাড়া নাপোলির প্রোজেক্টটা আমার ভাল লেগেছিল। ওরা তরুণ ফুটবলারদের তুলে আনার চেষ্টা করছে। যেটায় আমার সায় আছে।

প্র: আপনি প্রচুর ভাল ভাল দলের সঙ্গে যুক্ত ছিলেন, ভাল দল দেখেছেন। সেই আশির দশকের এ সি মিলান আর লিয়োনেল মেসির ২০১০-১৫ সালের বার্সেলোনার মধ্যে কোন দলকে এগিয়ে রাখবেন?

আনচেলোত্তি: আমি বিভিন্ন যুগের দলের মধ্যে তুলনা করতে চাই না। অতীতে যে দল সেরা ছিল, তারা বর্তমানে সেরা নাও হতে পারে। ফুটবল অনেক বদলে গিয়েছে। তীব্রতা অনেক বেড়েছে, ফিটনেসের মানও। আমি মিলানের সেরা দলের হয়ে খেলতে পেরে যেমন খুশি, তেমনই পেপ গুয়ার্দিওলার ওই বার্সেলোনাকে খেলতে দেখেও আনন্দ পেয়েছিলাম।

প্র: আপনার ফুটবলার আর কোচিং জীবনে দেখা কোন ফুটবলারকে সেরা বলবেন?

আনচেলোত্তি: আমি যখন খেলতাম, তখন দিয়েগো মারাদোনাই সেরা ছিল। মিশেল প্লাতিনির বিরুদ্ধেও খেলেছি। কিন্তু মারাদোনাকে মার্ক করা খুব কঠিন ছিল। আর কোচিং জীবনে এত প্রতিভাবান ফুটবলারকে দেখেছি যে, কারও নাম আলাদা করে বলা কঠিন। সেই তালিকায় রোনাল্ডো যেমন আছে, তেমন ইব্রাহিমোভিচের মতো ফুটবলারও আছে। আবার জানলুইজি বুফনের মতো গোলকিপারও রয়েছে। কাকে ছেড়ে কাকে বাছি বলুন তো?

সেরি আ: শিয়েভো ভেরোনা বনাম এ সি মিলান (শনিবার, রাত ১.০০)। সরাসরি সম্প্রচার সোনি টেন ২ চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE