Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ওয়ান ডে সিরিজে অন্য যুদ্ধ হবে, বলছেন বাটলার

টেস্ট সিরিজ হারার পর এ বার সীমিত ওভারের সিরিজেও ভারতের বিরুদ্ধে এঁটে ওঠা কঠিন, স্বীকার করে নিচ্ছেন ইয়ন মর্গ্যান। ইংল্যান্ড ক্যাপ্টেন বলছেন, ‘‘ভারতের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে আছি আমরা।

চলছে মহেন্দ্র সিংহ ধোনির জিম সেশন। রবিবার মুম্বইয়ে।

চলছে মহেন্দ্র সিংহ ধোনির জিম সেশন। রবিবার মুম্বইয়ে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ০৩:৪২
Share: Save:

টেস্ট সিরিজ হারার পর এ বার সীমিত ওভারের সিরিজেও ভারতের বিরুদ্ধে এঁটে ওঠা কঠিন, স্বীকার করে নিচ্ছেন ইয়ন মর্গ্যান। ইংল্যান্ড ক্যাপ্টেন বলছেন, ‘‘ভারতের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে আছি আমরা। ভারতের মতো শক্তিশালী দলকে ওদের ঘরের মাঠে হারানো আরও কঠিন। তবে আমাদের কাছে সেটাই আসল চ্যালেঞ্জ।’’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘‘সিরিজটা খুব বড় নয়। তবে মনে হয় এই সিরিজ থেকেও আমারা অনেক কিছু শিখতে পারব।’’

ইংল্যান্ড সহ-অধিনায়ক জস বাটলার আবার বলছেন, টেস্ট সিরিজের থেকে সীমিত ওভারের সিরিজে যুদ্ধ অন্য। কিছু দিন আগেই টেস্ট সিরিজে খেলার সুবাদে ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আরও সুবিধে হবে বলে মনে করছেন তিনি। বাটলার বলেন, ‘‘ক্রিসমাসের আগে টেস্ট সিরিজে এখানে খেলার ব্যাপারটা আমাদের পক্ষে ভাল হয়েছে। যদিও ওয়ান ডে সিরিজ একেবারে আলাদা রকম হবে। টেস্ট সিরিজের থেকে আমাদের ওয়ান ডে-র টিমও আলাদা। তবে যত বারই ভারতে আসতে হোক না কেন নতুন করে মানিয়ে নিতে হয়। আমদের সে ভাবে প্রস্তুত থাকতে হবে।’’


নেটে নেমে পড়লেন যুবরাজ সিংহ। ছবি-টুইটার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahendra Singh Dhoni Yuvraj Singh Jos Buttler
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE