Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Leander Paes

ফের ‘দোস্তি’ লি-হেশের

জুটিতে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়, বিশ্বের এক নম্বরের সিংহাসনে আরোহনের মতো অসাধ্য সাধন করেছেন লি-হেশ।

কাছাকাছি: ‘শোলে’-র গানের সঙ্গে লি-হেশ। টুইটারে যে ভিডিয়ো নিয়ে হইচই।

কাছাকাছি: ‘শোলে’-র গানের সঙ্গে লি-হেশ। টুইটারে যে ভিডিয়ো নিয়ে হইচই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০৪:৪৯
Share: Save:

একই ভিডিয়োয় এক দিকে ফ্রাইং প্যান নিয়ে ভলি মারছেন লিয়েন্ডার, আর এক দিকে তাঁর প্রাক্তন ডাবলস সঙ্গী মহেশ ভূপতি। সঙ্গে চলছে ‘শোলে’ সিনেমার সেই বিখ্যাত গান— ‘এ দোস্তি হাম নেহি তোরেঙ্গে।’ রবিবার লিয়েন্ডারের টুইটার হ্যান্ডলে এমনই একটি পোস্ট করা ভিডিয়ো দেখে ভারতীয় টেনিস সমর্থকদের স্মৃতিমেদুর হয়ে পড়াটাই স্বাভাবিক! ভারতীয় টেনিসের সফলতম ডাবলস জুটি নিজেদের মধ্যে দূরত্ব সরিয়ে ফের যে কাছাকাছি! লিয়েন্ডার যে পোস্টে লিখেছেন, ‘‘যাঁরা আমাদের ফের একসঙ্গে খেলতে দেখতে চেয়েছিলেন, তাদের জন্য এই ভিডিয়োটা।’’

জুটিতে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়, বিশ্বের এক নম্বরের সিংহাসনে আরোহনের মতো অসাধ্য সাধন করেছেন লি-হেশ। কিন্তু তার পরেই তাঁদের জুটি ভেঙে গিয়েছিল। তৈরি হয়েছিল দূরত্ব। সেই তিক্ততা শেষ পর্যন্ত মেটারই ইঙ্গিত দিলেন দুই ভারতীয় টেনিস তারকা। লিয়েন্ডারের পোস্ট করা ভিডিয়োর জবাবে মহেশ লিখেছেন, ‘‘সাবাশ! এই বয়সে এসেও যে শেষ পর্যন্ত তুমি প্রযুক্তি ব্যবহারে সড়গড় হতে পেরেছ, সেটা দেখে দারুণ লাগছে।’’

কয়েক দিন আগে লিয়েন্ডার ‘ফ্রাইং প্যান’ দিয়ে ভলি মারার একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন টুইটারে। তার জবাবে কিছুক্ষণ পরে মহেশও একই ভাবে ভলি করার ভিডিয়ো দিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leander Paes Mahesh Bhupathi Tenis Sholay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE