Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Liverpool FC

সালাহদের শাসনে লিভারপুল ফের ছন্দে

শেষ চার ম্যাচের তিনটিতেই হারা লিভারপুলের বিরুদ্ধে বোর্নমুথের গোলটি কিন্তু বিতর্কিত। তবে দারুণ ভাবেই সালাহরা পরিস্থিতি সামলান।

মহম্মদ সালাহ। —ফাইল চিত্র

মহম্মদ সালাহ। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ০৫:০৮
Share: Save:

পরপর হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরল লিভারপুল। শনিবার ইপিএলে য়ুর্গেন ক্লপের দল ২-১ হারাল বোর্নমুথকে। ৯ মিনিটে ক্যালাম উইলসন ১-০ এগিয়ে দেন বোর্নমুথকে। ১-১ করেন মহম্মদ সালাহ, ২৫ মিনিটে। ৩৩ মিনিটে জয়ের দুরন্ত গোল সাদিয়ো মানের। ২৯ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮২। ২৫ পয়েন্ট পিছিয়ে ম্যাঞ্চেস্টার সিটি। লিভারপুলের লিগ চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা।

শেষ চার ম্যাচের তিনটিতেই হারা লিভারপুলের বিরুদ্ধে বোর্নমুথের গোলটি কিন্তু বিতর্কিত। তবে দারুণ ভাবেই সালাহরা পরিস্থিতি সামলান। সঙ্গে জেমস মিলনার নিশ্চিত গোল বাঁচান গোললাইন থেকে বল ক্লিয়ার করে। মঙ্গলবার লিভারপুলকে খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে অ্যানফিল্ডে। প্রথম লেগে ক্লপের দল হেরে যায় ০-১। লিভারপুলের কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। তবু ক্লপ ইপিএলে নিজেদের অবস্থা সুনিশ্চিত করতে তাঁর সেরা ফুটবলারদের নামান বোর্নমুথের বিরুদ্ধে। একমাত্র বিশ্রাম দেওয়া হল অ্যান্ডি রবার্টসনকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Liverpool FC Bournemouth Mohamed Salah Sadio Mane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE