Advertisement
০৪ মে ২০২৪

মেসির হ্যাটট্রিক, আজ নামছেন সি আর সেভেন

বুধবারের ম্যাচ নিয়ে রীতিমতো আবেগাপ্লুত পর্তুগিজ মহাতারকা। বলেছেন, ‘‘এত বছর স্পেনে খেলেছি। মনে হচ্ছে নিজের ঘরেই এ বার ফিরব। ওখানে ভাল কিছু করাও আমার কাছে চ্যালেঞ্জে। গোলও করতে চাই।’’

অবিশ্বাস্য: চ্যাম্পিয়ন্স লিগে আইন্দহোভেনের বিরুদ্ধে ফ্রি-কিক থেকে গোল করার পথে লিয়োনেল মেসি। মঙ্গলবার ক্যাম্প ন্যু-তে। রয়টার্স

অবিশ্বাস্য: চ্যাম্পিয়ন্স লিগে আইন্দহোভেনের বিরুদ্ধে ফ্রি-কিক থেকে গোল করার পথে লিয়োনেল মেসি। মঙ্গলবার ক্যাম্প ন্যু-তে। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৩৯
Share: Save:

নতুন মরসুমের অধিনায়ক হয়ে তিনি বলেছিলেন, ‘‘এ বার আমাদের প্রধান লক্ষ্য একটাই। ইউরোপ সেরা হওয়া।’’

তিনি, লিয়োনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার সৌজন্যেই চ্যাম্পিয়ন্স লিগ অভিযান দারুণ ভাবে শুরু করল বার্সেলোনা। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে ব্যর্থতার পরে ক্লাব ফুটবলে ফিরেই মেসি দেখালেন তিনিই সেরা। একটি অবিশ্বাস্য ফ্রিকিক থেকে গোল এবং অসাধারণ দু’টি প্লেসিংয়ে নিজের হ্যাটট্রিক করে ফেলেন তিনি। ক্যাম্প ন্যু’তে মেসির সিংহাসন অটুটই থাকল। বার্সা তাদের প্রথম ম্যাচ জিতে নিল হাসতে হাসতে। স্কোর লাইন বলছে মেসিরা তাদের ডাচ প্রতিপক্ষ পিএসভি আইন্দোভেনের বিরুদ্ধে জিতেছেন ৪-০। কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রে গোলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে বার্সা ৭-০ জিতলেও বলার কিছু ছিল না। মেসিদের জন্য খারাপ খবর একটাই। স্যামুয়েল উমতিতির দু’বার হলুদ কার্ডের জন্য লাল কার্ড দেখে ফেলাটা। পরের ম্যাচে এই ফরাসি তারকাকে পাচ্ছে না বার্সা। তবে এ দিন আর এক ফরাসি উসমান দেম্বেলে একক প্রচেষ্টায় দুরন্ত একটি গোল করলেন। যদিও সবাইকে যথারীতি ছাপিয়ে গেলেন সেই মেসি। বিশেষ করে তাঁর ফ্রিকিকে গোলটির জন্য। বাঁ দিক থেকে নেওয়া তাঁর অবিশ্বাস্য বাঁক খাওয়া শট যে ভাবে জালে জড়িয়ে গেল তা দেখে হতবাক হয়ে যান আইন্দোভেন গোলরক্ষকও। প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স লিগে এটা মেসির আট নম্বর হ্যাটট্রিক। যে নজির অন্য কারও নেই।

এরই পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে নিজের ছ’নম্বর ট্রফির লক্ষ্যে বুধবার অভিযান শুরু করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার অবশ্য তাঁর ক্লাব স্পেনের রিয়াল মাদ্রিদ নয়। সেরি আ-র জুভেন্তাস। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ মিলিয়ে রোনাল্ডো মোট গোল করেছেন ১২০টি। যে নজির অন্য কারও নেই। এখন দেখার, তাঁর গোল করার অসাধারণ দক্ষতা নতুন ক্লাবেও দেখা যায় কি না। সেক্ষেত্রে জুভেন্তাসেরও বড় পরীক্ষা।

রিয়াল যাঁকে নিয়ে এত বড় সব সাফল্য পেয়েছে সেই রোনাল্ডো এখন জুভেন্তাসের প্রধান শক্তি। তাঁকে পেয়ে ১৯৯৬ সালের পরে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে নিশ্চিত ভাবেই প্রাণপাত করবে ইতালির সর্বকালের অন্যতম সেরা ক্লাব। এমনিতে সেরি আ-য় প্রথম মরসুমে শুরুতে গোল পাচ্ছিলেন না রোনাল্ডো। জুভেন্তাসের কোচ ম্যাক্সমিলিয়ানো আলেগ্রি অবশ্য তিনদিন আগে বলেন, ‘‘ক্রিশ্চিয়ানোর গোল করা সময়ের অপেক্ষা।’’ ফলেও যায় তাঁর কথা। সেরি আ-য় শেষ ম্যাচে জোড়া গোল পান রোনাল্ডো।

বুধবারের ম্যাচ নিয়ে রীতিমতো আবেগাপ্লুত পর্তুগিজ মহাতারকা। বলেছেন, ‘‘এত বছর স্পেনে খেলেছি। মনে হচ্ছে নিজের ঘরেই এ বার ফিরব। ওখানে ভাল কিছু করাও আমার কাছে চ্যালেঞ্জে। গোলও করতে চাই।’’

চ্যাম্পিয়ন্স লিগ: ভ্যালেন্সিয়া বনাম জুভেন্তাস: রাত ১২-৩০: সোনি টেন ওয়ান। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ইয়ং বয়েজ়: রাত ১২-৩০: সোনি ইএসপিএন। ম্যান সিটি বনাম লিয়ঁ: রাত ১২-৩০: সোনি সিক্স। রিয়াল মাদ্রিদ বনাম রোমা: রাত ১২-৩০: সোনি টেন টু। বায়ার্ন মিউনিখ বনাম বেনফিকা: রাত ১২-৩০: সোনি টেন থ্রি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE