Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জওয়ানদের শ্রদ্ধায় অর্থসাহায্য শামির

শামি জানিয়েছেন, নিহত জওয়ানদের পরিবারের পাশে সমস্ত ক্রিকেটার রয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমরা যখন দেশের হয়ে খেলি, ওঁরা তখন সীমান্ত রক্ষা করেন। আমরা সকলেই পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের পাশে আছি। সব সময়েই তাদের পাশেই থাকব।’’

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি।

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২৭
Share: Save:

কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারের জন্য অর্থসাহায্য করলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি।

শামি জানিয়েছেন, নিহত জওয়ানদের পরিবারের পাশে সমস্ত ক্রিকেটার রয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমরা যখন দেশের হয়ে খেলি, ওঁরা তখন সীমান্ত রক্ষা করেন। আমরা সকলেই পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের পাশে আছি। সব সময়েই তাদের পাশেই থাকব।’’

এর আগে জওয়ানদের পরিবারকে সাহায্য করতে এগিয়ে এসেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। তিনি বিপন্ন পরিবারগুলির বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। টুইটারে তিনি লেখেন, ‘‘এই পরিস্থিতিতে কোনও সহায়তাই পর্যাপ্ত নয়। তারই মধ্যে আমি নিহত জওয়ানদের পরিবারের বাচ্চাদের পড়াশোনার ভার তুলে নিচ্ছি।’’

রবিবার ভারতীয় দলের ওপেনার শিখর ধওয়নের গলাতেও শোনা যায় একই সুর। এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়ে দেন, নিহত জওয়ানদের পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করবেন। পাশাপাশি সমাজের সমস্ত স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তা ছাড়া ইরানি ট্রফিজয়ী বিদর্ভ দলও পুরস্কার অর্থ নিহত জওয়ানদের পরিবারকে তুলে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিল আগে। বিদর্ভ দলের অধিনায়ক ফৈয়জ় ফজ়ল বলেছেন, ‘‘পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় যে জওয়নরা নিহত হয়েছেন, তাঁদের বিপন্ন পরিবারগুলিকে সাহায্য করতে এই পুরস্কার অর্থ তুলে দিতে চাই। ক্রিকেটারদের এবং বিদর্ভ ক্রিকেট সংস্থার তরফে এটা তাঁদের প্রতি ক্ষুদ্র এক শ্রদ্ধার্ঘ্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE