Advertisement
২৬ এপ্রিল ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগ
Football

শেষ মুহূর্তের নাটকে দুরন্ত জয় নেমারদের

বুধবার লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আটলান্টার বিরুদ্ধে এমবাপেকে ছাড়াই দল নামিয়েছিলেন পিএসজি ম্যানেজার থোমাস টুহেল।

অবিশ্বাস্য: জয়ের পরে উছ্বসিত নেমার-এমবাপে। ছবি: গেটি ইমেজেস

অবিশ্বাস্য: জয়ের পরে উছ্বসিত নেমার-এমবাপে। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২০ ০৬:২৭
Share: Save:

আটলান্টা ১ • পিএসজি ২

প্যারিস সাঁ জারমাঁর পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস স্মরণীয় হয়ে থাকল নাটকীয় জয়ে। নেপথ্যে কিলিয়ান এমবাপে, মার্কোস আয়োস ও চৌপো মোতিং।

বুধবার লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আটলান্টার বিরুদ্ধে এমবাপেকে ছাড়াই দল নামিয়েছিলেন পিএসজি ম্যানেজার থোমাস টুহেল। ২৫ মিনিটে মারিয়ো পাসালিচের গোলে পিছিয়ে পড়েন নেমার দা সিলভা স্যান্টোসেরা। এই পরিস্থিতিতে ম্যাচের ৬০ মিনিটে এমবাপেকে নামান টুহেল। এর পরেই বদলে যায় ছবিটা। ৯০ মিনিটে গোল শোধ করেন মার্কোস, সংযুক্ত সময়ে জয়সূচক গোল করেন মোতিং।

রুদ্ধশ্বাস ম্যাচে আটলান্টাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন নেমারেরা। ব্রাজিলীয় তারকার প্রাক্তন সতীর্থ লিয়োনেল মেসি কি পারবেন বায়ার্ন মিউনিখকে হারিয়ে বার্সেলোনাকে শেষ চারে তুলতে? যদিও লিসবন রওনা হওয়ার চব্বিশ ঘণ্টা আগে হঠাৎ করেই বার্সেলোনাকে নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কারণ, এক ফুটবলারের শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের উপস্থিতি। শেষ পর্যন্ত স্বস্তি ফেরে বার্সার তরফে বিবৃতি দেওয়ার পরে। আক্রান্ত ফুটবলারের নাম গোপন রেখে জানায়, রিজার্ভ দলের এক ফুটবলার মারণ ভাইরাসে আক্রান্ত। মেসিরা সুরক্ষিতই রয়েছেন। শুধু তাই নয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশে বায়ার্নের বিরুদ্ধে মেসির খেলা নিয়েও অনিশ্চয়তা নেই। করোনা আক্রমণ থেকে বাঁচতে বিশেষ ভাবে তৈরি ম্যাট্রেস ব্যবহার করা আর্জেন্টিনীয় অধিনায়ক বুধবার পুরোদমেই অনুশীলন করেছেন। বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আঁতোয়া গ্রিজ়ম্যান বলেছেন, ‘‘বল দখলের জন্য শারীরিক শক্তিকে কাজে লাগায় বায়ার্ন। আমাদের লক্ষ্য নিজেদের স্বাভাবিক খেলা খেলে ওদের সমস্যায় ফেলা।’’ গ্রিজ়ম্যানের পুরনো ক্লাব আতলেতিকো দে মাদ্রিদ বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে লাইপজ়িগের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE