Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Court of Arbitration of Sports

মুক্তি পেয়ে উচ্ছ্বসিত পেপ, কটাক্ষ ক্লপের

সোমবারেই ক্যাস (কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট) জানিয়ে দেয়, উয়েফার শাস্তি বলবৎ হবে না ম্যান সিটির উপর।

যুযুধান: নির্বাসন ওঠা নিয়ে দুই মেরুতে গুয়ার্দিওলা ও ক্লপ। ফাইল চিত্র

যুযুধান: নির্বাসন ওঠা নিয়ে দুই মেরুতে গুয়ার্দিওলা ও ক্লপ। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২০ ০৬:২৭
Share: Save:

উয়েফার চ্যাম্পিয়ন্স লিগ নির্বাসন থেকে ম্যাঞ্চেস্টার সিটির মুক্তি পাওয়া নিয়ে তরজা শুরু হয়ে গেল। ম্যান সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা উচ্ছ্বসিত ভাবে এই রায়কে স্বাগত জানিয়েছেন। অন্য দিকে, লিভারপুলের য়ুর্গেন ক্লপ সমালোচনায় মুখর।

সোমবারেই ক্যাস (কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট) জানিয়ে দেয়, উয়েফার শাস্তি বলবৎ হবে না ম্যান সিটির উপর। অভিযোগ ছিল, তারা ‘ফিন্যানশিয়াল ফেয়ার প্লে’ মিনয়ম ভেঙেছেন। অর্থাৎ, আয়-ব্যয়ের হিসাবে গোলযোগ রয়েছে। কিন্তু উয়েফা এই অভিযোগের স্বপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ দিতে পারেনি। গুয়ার্দিওলা এ দিন বলেছেন, তিনি আদালতের রায়ে অত্যন্ত খুশি। ‘‘আমরা পরের বারের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারব কারণ, আমরা কোনও অন্যায় করিনি। যা করেছি, সঠিক পদ্ধতিতে করেছি,’’ দাবি করেছেন গুয়ার্দিওলা। যোগ করেছেন, ‘‘প্রমাণ হয়ে গেল, আমাদের ক্লাব নিয়ে অন্যরা যা সব কুৎসা রটানোর চেষ্টা করছিল, সেগুলোই মিথ্যা।’’

যদিও লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ বলেছেন, ‘‘ব্যক্তিগত ভাবে আমি খুশি যে, ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে। তবে এটা ফুটবলের জন্য ভাল দিন নয়। ফিন্যানশিয়াল ফেয়ার প্লে একটা ভাল ভাবনা এবং সেটা রয়েছে দলগুলিকে এবং প্রতিযোগিতাকে রক্ষা করার জন্য।’’ এখন টটেনহ্যামের ম্যানেজার জোসে মোরিনহো বলেছেন, ‘‘ওরা যদি দোষীই না হবে, তা হলে আর্থিক ক্ষতিপূরণ হল কেন? আমি জানি না ম্যাঞ্চেস্টার সিটি দোষী কি না। কিন্তু যা-ই হোক, লজ্জাজনক সিদ্ধান্ত।’’ আর্সেনাল কোচ আর্তেতা অবশ্য বলেছেন, ‘‘মাঠের মধ্যে ম্যান সিটির যা পারফরম্যান্স, তাতে ওদের চ্যাম্পিয়ন্স লিগ খেলাই উচিত।’’

গুয়ার্দিওলা অবশ্য থামতে চাননি। বলেছেন, ‘‘আমি সব সময়ই বলে এসেছি, যদি অন্যায় কিছু করে থাকি, উয়েফার সিদ্ধান্ত মেনে নেব। আত্মপক্ষ সমর্থনের অধিকার আমাদের আছে। ক্যাসের কাছে গিয়ে আমরা সেটাই করেছি।’’ এ বছরের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬ পর্বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে প্রথম পর্বে ২-১ এগিয়ে রয়েছে। আগামী ৭ অগস্ট নিজেদের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলবে গুয়ার্দিওলার দল। ম্যান সিটিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগে না খেললে তিনি আর থাকবেন কি না। তা নিয়ে প্রশ্ন করা হলে গুয়ার্দিওলার জবাব, ‘‘আমি এখানে খুশি। তবে এ নিয়ে কথা বলার সময় এটা নয়।’’ ক্লাবের আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘‘অন্য ক্লাব যে রকম টাকা খরচ করে, আমরাও সে রকমই করেছি। কোনও নিয়ম ভাঙিনি। আমরা এমন একটা ক্লাব, যারা মাঠে নেমে হেরে গেলে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে ফিরে আসি। আমরা বলি, আমাদের চোখে চোখ রেখে লড়াই করো। ম্যাচে যা হবে, হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE