Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Korea Open Super Series

চিনা বাধা টপকে কোরিয়া ওপেনের ফাইনালে সিন্ধু

এক ঘণ্টা ছ’মিনিটের লড়াইয়ে এ দিন প্রথম সেটে সিন্ধুর কাছে দাঁড়াতেই পারেননি বিংজিয়াও। ২১-১০ ব্যবধানে সিন্ধু ঝড়ে উড়ে যান তিনি। তবে, প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে প্রত্যাঘাত হানেন বিংজিয়াও।

পিভি সিন্ধু। ছবি: সংগৃহীত।

পিভি সিন্ধু। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৫:১৪
Share: Save:

ফের একটি সুপার সিরিজ জয়ের দোরগোড়ায় পৌঁছে গেলেন পুসারেল্লা ভেঙ্কট সিন্ধু। শনিবার সেমিফাইনালে চাইনিজ প্রতিপক্ষ হি বিংজিয়াওকে তিন সেটের লড়াইয়ে হারিয়ে দিলেন তিনি। খেলার ফলাফল ২১-১০, ১৭-২১, ২১-১৬।

তবে, বিংজিয়াওকে হারালেও এ দিন শুরু থেকে চাপে ছিলেন রিও অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে রুপো জয়ী ভারতীয় শাটলার। চলতি বছরের এপ্রিলে এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এই বিংজিয়াওকের কাছেই হারতে হয়েছিল সিন্ধুকে।

আরও পড়ুন: ধর্ষণের দায়ে ১৮ বছরের জেল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটারের

আরও পড়ুন: বলটা এই ভাবে করো, শাদাবকে শেখালেন তাহির

শেষ চারের ম্যাচে এক ঘণ্টা ছ’মিনিটের লড়াইয়ে এ দিন প্রথম সেটে সিন্ধুর কাছে দাঁড়াতেই পারেননি বিংজিয়াও। ২১১০ ব্যবধানে সিন্ধু ঝড়ে উড়ে যান তিনি। তবে প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে প্রত্যাঘাত হানেন বিংজিয়াও। দ্বিতীয় সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতীয় প্রতিপক্ষকে হারিয়ে দেন ১৭২১ ব্যবধানে। এই পরিস্থিতিতে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী তৃতীয় সেট জমে ওঠে। দ্বিতীয় সেটে পাওয়া অ্যাডভান্টেজ ধরে রাখতে মরিয়া ছিলেন চিনা প্রতিযোগী। পিছিয়ে ছিলেন না সিন্ধুও। দ্বিতীয় সেটে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও তৃতীয় সেটে ফের জ্বলে ওঠেন এই ভারতীয় শাটলার। ! ! 🇮🇳🏸💥💥 (_) এ দিন ফের এক বার সিন্ধু বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের সেরা পাঁচ শাটলারের মধ্যে অন্যতম। ম্যাচ শেষে টুইটারে সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন দেশের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর। ! ! ! (_) ফাইনালে জাপানি প্রতিপক্ষ নজোমি ওকুহারার মুখোমুখি হবেন সিন্ধু।

এ দিন ফের এক বার সিন্ধু বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের সেরা পাঁচ শাটলারের মধ্যে অন্যতম। ম্যাচ শেষে টুইটারে সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন দেশের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর।

ফাইনালে জাপানি প্রতিপক্ষ নজোমি ওকুহারার মুখোমুখি হবেন সিন্ধু।

শেষ চারের ম্যাচে এক ঘণ্টা ছ’মিনিটের লড়াইয়ে এ দিন প্রথম সেটে সিন্ধুর কাছে দাঁড়াতেই পারেননি বিংজিয়াও। ২১১০ ব্যবধানে সিন্ধু ঝড়ে উড়ে যান তিনি। তবে প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে প্রত্যাঘাত হানেন বিংজিয়াও। দ্বিতীয় সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতীয় প্রতিপক্ষকে হারিয়ে দেন ১৭২১ ব্যবধানে। এই পরিস্থিতিতে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী তৃতীয় সেট জমে ওঠে। দ্বিতীয় সেটে পাওয়া অ্যাডভান্টেজ ধরে রাখতে মরিয়া ছিলেন চিনা প্রতিযোগী। পিছিয়ে ছিলেন না সিন্ধুও। দ্বিতীয় সেটে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও তৃতীয় সেটে ফের জ্বলে ওঠেন এই ভারতীয় শাটলার। ! ! 🇮🇳🏸💥💥 (_) এ দিন ফের এক বার সিন্ধু বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের সেরা পাঁচ শাটলারের মধ্যে অন্যতম। ম্যাচ শেষে টুইটারে সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন দেশের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর। ! ! ! (_)

শেষ চারের ম্যাচে এক ঘণ্টা ছ’মিনিটের লড়াইয়ে এ দিন প্রথম সেটে সিন্ধুর কাছে দাঁড়াতেই পারেননি বিংজিয়াও। ২১১০ ব্যবধানে সিন্ধু ঝড়ে উড়ে যান তিনি। তবে প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে প্রত্যাঘাত হানেন বিংজিয়াও। দ্বিতীয় সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতীয় প্রতিপক্ষকে হারিয়ে দেন ১৭২১ ব্যবধানে। এই পরিস্থিতিতে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী তৃতীয় সেট জমে ওঠে। দ্বিতীয় সেটে পাওয়া অ্যাডভান্টেজ ধরে রাখতে মরিয়া ছিলেন চিনা প্রতিযোগী। পিছিয়ে ছিলেন না সিন্ধুও। দ্বিতীয় সেটে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও তৃতীয় সেটে ফের জ্বলে ওঠেন এই ভারতীয় শাটলার। ! ! 🇮🇳🏸💥💥 (_) এ দিন ফের এক বার সিন্ধু বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের সেরা পাঁচ শাটলারের মধ্যে অন্যতম। ম্যাচ শেষে টুইটারে সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন দেশের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর। ! ! ! (_) ফাইনালে জাপানি প্রতিপক্ষ নজোমি ওকুহারার মুখোমুখি হবেন সিন্ধু।

এ দিন ফের এক বার সিন্ধু বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের সেরা পাঁচ শাটলারের মধ্যে অন্যতম। ম্যাচ শেষে টুইটারে সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন দেশের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর।

ফাইনালে জাপানি প্রতিপক্ষ নজোমি ওকুহারার মুখোমুখি হবেন সিন্ধু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE