Advertisement
০৭ মে ২০২৪
Rafael Nadal

ঝড় তুলে তৃতীয় রাউন্ডে নাদাল, জিতলেন থিমও

ফরাসি ওপেনে বুধবার হঠাৎ বিকট এক শব্দে আতঙ্ক ছড়ায়। সুজ়ান লেঙ্গলেন কোর্টে ডমিনিক কোয়েপফার সার্ভিস করতে যাচ্ছিলেন তখন স্ট্যান ওয়ারিঙ্কার বিরুদ্ধে। তখনই ওই শব্দ হয়।

ছন্দে: প্যারিস দুর্গে সহজেই তৃতীয় রাউন্ডে ওঠার পথে নাদাল। এএফপি

ছন্দে: প্যারিস দুর্গে সহজেই তৃতীয় রাউন্ডে ওঠার পথে নাদাল। এএফপি

নিজস্ব প্রতিবেদন
ফ্রান্স শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ০৪:৩১
Share: Save:

ফরাসি ওপেন অভিযান শুরুর আগেই অনেক বিশেষজ্ঞ বলেছেন, ম্যাচ প্র্যাক্টিসের অভাব ভোগাতে পারে তাঁকে। তবে রাফায়েল নাদাল যে ভাবে দ্বিতীয় রাউন্ডেও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে এগোলেন, তাতে ছন্দের অভাবে থাকার বিন্দুমাত্র ইঙ্গিত নেই। বুধবার নাদালের প্রতিপক্ষ ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাকেনজ়ি ম্যাকডোনাল্ড। অবাছাই প্রতিদ্বন্দ্বীকে নাদাল হারালেন ৬-১, ৬-০, ৬-৩। সময় লাগল ১ ঘণ্টা ৪০ মিনিট।

রজার ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার হাতছানি রয়েছে নাদালের সামনে। বুধবার বিশ্বের ২৩৬ নম্বর ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে নাদাল টানা ১১টি গেম জেতেন। তৃতীয় সেটেও নাদালের প্রতিপক্ষ কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা সামলে নাদালের ফরাসি ওপেনে জয় হারের পরিস‌ংখ্যান ৯৫-২ নিয়ে যেতে কোনও সমস্যা হয়নি স্প্যানিশ তারকার। ‘‘আমার লক্ষ্য যতটা সম্ভব ভাল খেলা। এই ম্যাচটা দারুণ হয়েছে। খুব খুশি জিতে। আশা করছি এ ভাবেই এগিয়ে যেতে পারব। প্যারিসে, বিশেষ করে ফিলিপ শাতিয়ে কোর্টে খেলাটা আমার কাছে সব সময়ই বিশেষ,’’ জেতার পরে বলেছেন নাদাল। তৃতীয় রাউন্ডে তাঁর সামনে ইটালির স্তেফানো ত্রাভাগলিয়া। পাশাপাশি তৃতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিমও। তিনি ৬-১, ৬-৩, ৭-৬ (৮-৬) হারান জ্যাক সককে। তবে তৃতীয় সেটে তিনটি সেট পয়েন্ট বাঁচাতে হয় থিমকে।

ফরাসি ওপেনে বুধবার হঠাৎ বিকট এক শব্দে আতঙ্ক ছড়ায়। সুজ়ান লেঙ্গলেন কোর্টে ডমিনিক কোয়েপফার সার্ভিস করতে যাচ্ছিলেন তখন স্ট্যান ওয়ারিঙ্কার বিরুদ্ধে। তখনই ওই শব্দ হয়। কোয়েপভার এতটু থতমত খেয়ে থেমে যান। পরে পুলিশের তরফে জানানো হয়, একটি যুদ্ধবিমান থেকেই এ রকম শব্দ হচ্ছিল। যুদ্ধবিমানটিকে যে শব্দমাত্রার মধ্যে থাকা উচিত ছিল, সেটি তা পেরিয়ে যায়। শেষ পর্যন্ত ওয়ারিঙ্কা ওই ম্যাচে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-১ হারান কোয়েপফারকে।

বুধবারের অন্য গুরুত্বপূর্ণ ফল: পুরুষদের সিঙ্গলসে ১) জন ইসনার ৪-৬, ৪-৬, ৬-২, ৪-৬ হেরেছেন সেবাস্তিয়ান কোরদার বিরুদ্ধে। ২) টেলর ফ্রিৎজ ৬-৩, ৬-২, ৬-৪ হারিয়েছেন রাডু অ্যালবটকে। ৩) স্তেফানো ত্রাভাগলিয়া ৬-৪, ২-৬, ৭-৬ (৯-৭), ৪-৬, ৬-২ জিতেছেন কেই নিশিকোরির বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rafael Nadal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE