Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Shreyas Iyer

পরীক্ষার জন্য তৈরি

চলতি মরসুমে দিল্লি ক্যাপিটালসে এসেছেন অজিঙ্ক রাহানে, আর অশ্বিন, মার্কাস স্টয়নিসের মতো তারকারা।

শ্রেয়াস আইয়ার। -ফাইল চিত্র

শ্রেয়াস আইয়ার। -ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ০৩:৫২
Share: Save:

এ বারের আইপিএল তাঁর কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার।

চলতি মরসুমে দিল্লি ক্যাপিটালসে এসেছেন অজিঙ্ক রাহানে, আর অশ্বিন, মার্কাস স্টয়নিসের মতো তারকারা। আইপিএল টুইটার হ্যান্ডলে ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ‍‘‍‘এ বারের আইপিএল সম্পূর্ণ আলাদা। ভাল খেলার জন্য মুখিয়ে রয়েছি। অধিনায়ক হিসেবে এটি আমার কাছে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। নতুন নতুন পরিকল্পনা করে এগোতে হবে।’’ যোগ করেছেন, ‍‘‍‘দর্শকপূর্ণ গ্যালারি পাওয়া যাবে না। কিন্তু আমার কাছে এটা বাড়তি প্রেরণা। কারণ তাঁদের জন্যই ভাল খেলতে হবে।’’ আরও বলেন, ‍‘‍‘নিভৃতবাসে থাকার সময় ‍‘শ্যাডো প্র্যাকটিস’ (কাল্পনিক বলে অনুশীলন) করেই প্রস্তুতি নিয়েছি। মাঠে নামলে একটা আলাদা অনুভূতি হবে।’’

শনিবারই ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, দুই ক্রিকেটার-সহ ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। সরকারি বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ‍‘‘১৩ জন করোনা আক্রান্ত। যাঁর মধ্যে দু’জন ক্রিকেটার। যদিও সংক্রমিত এবং তাঁদের সংস্পর্শে আসা কারও দেহে রোগলক্ষণ প্রকাশ পায়নি। আক্রান্তদের নিভৃতবাসে রেখে চিকিৎসা চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shreyas Iyer Delhi Capitals
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE